Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রানী রাসমনির নেই ছুটি, পরীক্ষা শেষে শ্যুটিং ফ্লোরে দিতিপ্রিয়া

কৌশিক: এ রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে চলতি মাসের বারো তারিখ থেকে। নিয়ম মেনে পাঠভবনের ছাত্রী দিতিপ্রিয়া রায় গিয়েছিলেন পরীক্ষা দিতে। বাংলা পরীক্ষার শেষে শ্রেনীকক্ষ থেকে বেরিয়ে জানান পরীক্ষা ভালো…

Avatar

কৌশিক: এ রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে চলতি মাসের বারো তারিখ থেকে। নিয়ম মেনে পাঠভবনের ছাত্রী দিতিপ্রিয়া রায় গিয়েছিলেন পরীক্ষা দিতে। বাংলা পরীক্ষার শেষে শ্রেনীকক্ষ থেকে বেরিয়ে জানান পরীক্ষা ভালো হয়েছে।

এরপর কিন্তু ছুটি বা ফুরসত কোনোটাই নেই, তাকে ছুটতে হয়েছে শ্যুটিংফ্লোরে, কারন তিনি যে রানী রাসমনি। তাকে ছাড়া নামভূমিকায় এই জি ধারাবাহিকটি অসম্পূর্ন। প্রতিদিন রানীর চরিত্রের অনস্ক্রিন রোল কিছুটা থেকেই যায় কাজেই পরীক্ষার পড়াটুকুও শেষমুহূর্তে ঝালিয়ে নেওয়ার অবসর নেই। যদিও শ্যুটিং এর ফাঁকে পাঠ্যবই পড়ার অভ্যেস রয়েছে তার একথা জানিয়েছেন অনেক আগেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : দীপিকার বিকিনি লুকে ক্লিন বোল্ড নেটিজেনরা, উষ্ণতার জোয়ার পুলসাইটে

খুবই ছোট বয়স থেকে এরকম ঐতিহাসিক একটি চরিত্রে অভিনয় করে আসছেন। তার মাধ্যমিকের সময়ও এই একই শিডিয়্যুল ফলো করতে হয়েছিল, যেহেতু তাকে ছাড়া শ্যুটিং এর গতি নেই কাজেই এইসবের সঙ্গে অ্যাডজাস্ট করে পরীক্ষা দিতে দিতেই তিনি খানিক অভ্যস্ত হয়ে পড়েছেন।

উচ্চ মাধ্যমিক শেষে পছন্দের বিষয় সমাজতত্ত্ব নিয়ে পড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি সিনেমাতেও টুকটাক কাজ করবেন তিনি আর তার সমান্তরালেই চলবে দিতিপ্রিয়ার পড়াশোনা।

About Author