Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাড়ির পোষ্য কুকুরকে কুপিয়ে মারল এক যুবক, দেখুন ভাইরাল ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি - বাড়ির পোষ্য কুকুরকে কুড়ুল এর ঘায়ে আঘাত করছেন এক মানুষ। অবশ্য তাকে কখনই মানুষ বলা যায় না। যেভাবে একটা অবলা পশুকে সমানে আঘাত করে চলেছেন, তিনি বোধ…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – বাড়ির পোষ্য কুকুরকে কুড়ুল এর ঘায়ে আঘাত করছেন এক মানুষ। অবশ্য তাকে কখনই মানুষ বলা যায় না। যেভাবে একটা অবলা পশুকে সমানে আঘাত করে চলেছেন, তিনি বোধ হয় পশুর থেকেও অধম। মানুষ কত শখ করে পোষ্য কিনে আনে, আদর করে নাম দেয়, জন্মদিন পালন করে, খেতে দেয়, এক বিছানায় শুয়ে থাকে, কিভাবে সে ও পরিবারের একজন এ পরিণত হয়। কিন্তু এক্ষেত্রে এই উন্মক্ত মানুষটি কিসের জন্য কুকুরটিকে সমানে কুড়াল দিয়ে মেরে চলেছে, তার কারণ জানা নেই। মানুষটি মানসিক ভারসাম্য হারিয়েছেন। বারবার মানুষটিকে মানুষ বলতে লজ্জা লাগছে।

সাদা তুলতুলে কুকুর ছানাটি কুড়ুলের ঘায়ে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে ডাকার ক্ষমতা হারিয়েছে। গলায় দড়ি দিয়ে বাঁধা পালিয়ে যাবে তারও জায়গা নেই। কয়েক ঘা মারার পরে সেই দড়ি দিয়েই টানতে টানতে কুকুরটিকে নিয়ে গেল সেই মানুষটি। এমন অসহ্য যন্ত্রণার চিত্র সোশ্যাল মিডিয়া দেওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে গেছে। ক্ষোভে ফেটে পড়ছেন সবাই দেখে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাড়ির লোক হাউমাউ করে কাঁদছে, তারা হয়তো চাইছে না তাদের পোষ্যটিকে এইভাবে কেউ মারুক, কিন্তু উন্মত্ত মানুষটিই মেরেই চলেছে, সে কারুর কথাই শুনছে না। কিন্তু কুকুরটি মানুষটির কি এমন ক্ষতি করেছে এবং নির্মম পরিণতি তার? ভিডিওটি দেখা যাচ্ছে না, দেখলে চোখ ফেটে জল আসছে। যে এইভাবে কুকুরটির উপর অত্যাচার করেছেন তার শাস্তি হোক।

About Author