শেষ চেষ্টা করতে আবেদন করেছিল সুপ্রিম কোর্টে, কিন্তু তাতেও কোনো কাজ হল না। নির্ভয়াকান্ডের দন্ডিত মুকেশ সিংহের প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করলো সর্বোচ্চ আদালত।
ফাঁসির সাজা ঘোষণা হওয়ার পর শেষ চেষ্টা করতে আবেদন জানিয়েছিল মুকেশ সিংহ, কিন্তু তাকে খারিজ করে বিচারপতি আর ভানুমতী, অশোকভূষণ ও এস বোপানার বেঞ্চ। তারা জানান সমস্ত নথি দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও বাকি অপরাধীদের আবেদন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : মিথ্যে বলায় প্রশান্ত কিশোরকে দল বহিষ্কার করলেন নীতীশ কুমার
আবেদন করার পর অপরাধীর আইনজীবী অঞ্জনা প্রকাশ বলেন, মুকেশকে জেলে থাকাকালীন মারধর করা হয় শুধু তাই নয় তার ওপর যৌন হেনস্থাও করা হয়। তিনি আরও বলেন, মুকেশের ডিএনএ নমুনা এখনো উপস্থাপিত হয়নি তাই এই অপরাধ সে করেছিল কিনা তা এখনও প্রমাণসাপেক্ষ ব্যাপার। সেই ভিত্তিতেই আবেদন করেন অপরাধীর আইনজীবী। কিন্তু সেই আবেদন খারিজ করা হয়। নির্দিষ্ট দিনেই ফাঁসি হবে অপরাধীদের।