Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হারামখোর, বেইমান কঙ্গনার এখন জাতীয়তাবাদের সুর বাজানো উচিত নয় : শিবসেনা

"যারা মুম্বা আই দেবীকে অপমান করেন তাঁরা আসলে বেইমান। এখন কঙ্গনার জাতীয়তাবাদকে হতিয়ার করে খেলা ঘোরানোর চেষ্টা ঠিক না।" ঠিক এমনটাই বলা হয়েছে শিবসেনার সামনার সম্পাদকীয়তে। শিবসেনা নেতা সঞ্জয় রাউত…

Avatar

“যারা মুম্বা আই দেবীকে অপমান করেন তাঁরা আসলে বেইমান। এখন কঙ্গনার জাতীয়তাবাদকে হতিয়ার করে খেলা ঘোরানোর চেষ্টা ঠিক না।” ঠিক এমনটাই বলা হয়েছে শিবসেনার সামনার সম্পাদকীয়তে। শিবসেনা নেতা সঞ্জয় রাউত কঙ্গনাকে ‘হারামখোর’ ও বলেন। এরপরেই সংঘাত তুঙ্গে। কঙ্গনা প্রতিটা কথার পাল্টা জবাব দিয়েছেন আর তাতেই তেতেছেন শিবসেনার মুখপাত্র। কঙ্গনাকে মুম্বাই না ফেরার হুমকি দেওয়ার পাশাপাশি কঙ্গনার মণিকর্ণিকা অফিস ভাংচুরের চরম উদ্যোগ চলছে। বিএমসি ও মুম্বাই পুলিশ একসঙ্গে কঙ্গনার অফিস ভাঙ্গনের কাজ চরম গতিতে চালাচ্ছে। বুধবার সকাল থেকেই কঙ্গনার অফিসের তালা ভাঙ্গা হয়েছে এবং বুলডোজার দিয়ে কঙ্গনার স্বপ্নপুরী ভেঙ্গে দেওয়ার পর্ব চলছে। ইতিমধ্যে মুম্বাই পুলিশকে জিজ্ঞাসাবাদ করা হলে, মুম্বাই পুলিশ কোনরকম উত্তর দেন নি, বরং সোশ্যাল ডিসটেন্স মেইন্টেইন করার কথা বলেছেন সাংবাদিকদের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে কাদের উস্কানিতে মুম্বাই পুলিশ ও বিএমসি রাতারাতি এমন চরম স্টেপ নিল? কেন কঙ্গনার অনুপস্থিতেই তাঁর অফিস ভাঙ্গার কাজ চলছে? কঙ্গনার কাছে বৈধ কাগজ থাকা সত্ত্বেও কেন বিএমসি তা দেখার প্রয়োজন বোধ করল না? সমস্ত প্রশ্নের উত্তর জানতে আমাদের সঙ্গে থাকুন।

About Author