অভিনেত্রী এই মুহূর্তে নিজের যে ছবির সূত্র ধরে চর্চিত হচ্ছেন, সেটি নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতা থেকে শেয়ার করে নিয়েছেন তিনি। প্রায়ই অভিনেত্রীকে বিকিনি লুকে দেখা যায়। এবারেও অন্যথা হয়নি তার। এবার একেবারে বাথরুম থেকেই ছবি শেয়ার করে নিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। একেবারে সাজানো গোছানো একটি ওয়েল মেন্টেড্ বথরুমে কালো বিকিনি লুকে ছিলেন তিনি। সাথে বাথরুম স্যুটও আধ পরা অবস্থাতেও দেখা গিয়েছে তাকে। বাথরুমের থাকা আয়নাতেই ক্যামেরা দিয়ে নিজের এই ছবিগুলি তুলেছেন তিনি। বলাই বাহুল্য, এই মুহূর্তে অভিনেত্রীর সেই ছবি রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে। পারদ বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ারও। তাকে দেখে ঘাম ঝরছে ভক্তদেরও। তার বহিঃপ্রকাশ অবশ্য মিলেছে কমেন্টবক্সেই।
Disha Patani’s Bold Look: সরাসরি বাথরুম থেকেই বিকিনি লুকেই ছবি শেয়ার দিশার, লুক ভাইরাল হতেই চোখ কপালে ভক্তদের
দিশা পাটানি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। শুরু থেকেই তার মারকাটারি ফিগার ও হাসি মন জয় করে নিয়েছে দর্শকদের। তার ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। বড়পর্দায় একাধিক ছবিতে অভিনয়ও করে ফেলেছেন…

আরও পড়ুন