অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামের পাতায় সম্প্রতি যে ছবিটি শেয়ার করেছেন সেটি সম্ভবত মালদ্বীপে তোলা হয়েছে। নীল সমুদ্রের পাড়ে দাঁড়িয়েই এই ছবিটি তুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সাদা বিকিনিতেই নিজের টোনড্ বডি শো-অফ করেছেন তিনি। খোলা চুলে, একটি সাদা রঙের স্রাগ আধখোলা অবস্থায় ছিল তার অঙ্গে। কয়েকঘন্টা আগেই এই ছবি নিজেই শেয়ার করেছেন দিশা পাটানি। তার এই ছবি যে সোশ্যাল মিডিয়ার পাতার পারদ তুমুল চড়িয়ে দিয়েছেন, তা নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। তার রূপে আবারো মুগ্ধ তার অগণিত ভক্তমহল, সেই ঝলক মিলবে কমেন্টবক্সেই। আপাতত অন্য কোন কারণে নয় নিজের এই সাম্প্রতিক বোল্ড ছবির জন্যই চর্চায় অভিনেত্রী।View this post on Instagram
দিশা পাটানির এমন বিকিনি লুক আগে দেখেননি, সমুদ্র পাড়ে দিলেন পোজ, একা দেখুন
দিশা পাটানি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। শুরু থেকেই তার মারকাটারি ফিগার ও হাসি মন জয় করে নিয়েছে দর্শকদের। তার ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। বড়পর্দায় একাধিক ছবিতে অভিনয়ও করে ফেলেছেন…

আরও পড়ুন