Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লাল বিকিনিতে উপচে পড়ছে যৌবন, সমুদ্রের নিচে জলকেলিতে মত্ত দিশা পাটানি

বলিউড অভিনেত্রী দিশা পাটানি প্রায়ই নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। নেটিজেনরা বিশেষ পছন্দ করেন দিশাকে। সম্প্রতি দিশা ইন্সটাগ্রামে নিজের একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে…

Avatar

বলিউড অভিনেত্রী দিশা পাটানি প্রায়ই নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। নেটিজেনরা বিশেষ পছন্দ করেন দিশাকে। সম্প্রতি দিশা ইন্সটাগ্রামে নিজের একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে দিশার পরনে রয়েছে লাল রঙের বিকিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, দিশা সমুদ্রের নীল জলের নিচে মাছেদের সঙ্গে খেলা করতে ব্যস্ত। নেটিজেনরা এই ভিডিওটির তারিফ করেছেন। দিশা ভিডিওটি পোস্ট করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

লকডাউনের পর কিছুদিন আগেই শুরু হয়েছে সলমন খান প্রযোজিত ও প্রভু দেবা পরিচালিত ফিল্ম ‘রাধে’ র শুটিং। করোনা বিধি মেনে শুটিং শুরু করেছেন সলমন সহ পুরো ইউনিট। শুটিংয়ের প্রথম দিনেই দিশা সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করেছেন। ‘রাধে’ ফিল্মে সলমন খানের বিপরীতে অভিনয় করছেন দিশা। সম্প্রতি ‘রাধে’র সেট থেকে হলুদ মনোকিনিতে আরেকটি ছবি শেয়ার করেছিলেন দিশা। সলমন খানের সঙ্গে দিশার একটি ডান্স সিকোয়েন্সে দিশা এই পোশাকটি পরেছিলেন। নেটিজেনদের কাছে দিশার এই বোল্ড লুক যথেষ্ট প্রশংসিত হয়েছে।

2015 সালে অভিনেত্রী দিশা পাটানি তেলেগু ফিল্ম লোফারের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। পরবর্তীকালে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এম.এস.ধোনি (দি আনটোল্ড স্টোরি)’-র মাধ্যমে বলিউডে কেরিয়ার শুরু করেন দিশা। এই ফিল্মে দিশার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়। 2017 সালে দিশা চাইনিজ অ্যাকশন কমেডি ফিল্ম ‘কুংফু যোগা’-তে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। এই ফিল্মটি চাইনিজ ফিল্ম বক্স অফিসে সর্বোচ্চ সাফল্য পেয়েছিল।

About Author