কৌশিক পোল্ল্যে: সমুদ্রসৈকতে বিকিনি লুকে ছবি পোস্ট করা এখন বলিউডে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আর সেই ট্রেন্ডে গা ভাসালেন ফিটনেসের মহারানী দিশা পাটানি। নিজের অনবদ্য সেক্সি ফিগারে ঘায়েল করলেন অগনিত ভক্তদের।
ফিটনেস থেকে স্টাইল কনসেপ্ট কোনোটাতেই কম যাননা এই অভিনেত্রী। যে কোনো আউটফিটে আত্মবিশ্বাসের সাথে নিজেকে তুলে ধরতে যেমন পারদর্শী তিনি, তেমনই নিজের অন্তর্বাসের ছবি শেয়ার করতেও এতটুকু পিছপা হননা। টাইগার শ্রফের বিশেষ বান্ধবী দিশা বিতর্কের ধার ধারেন না। সেই কারনেই সোশালে নিজের সমস্তরকম ছবিই শেয়ার করেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : কালো পোশাকে নিজের নগ্ন পিঠের ছবি শেয়ার করলেন এই অভিনেত্রী, দেখুন ছবি
সম্প্রতি একটি সি-বিচে লাল বিকিনিতে দেখা গেল দিশাকে। সমুদ্রের ঢেউয়ের সামনে দাঁড়িয়ে দিশার সেক্সি লুক জলেও বহ্নিশিখা ছড়িয়ে দেয়। ছবির ক্যাপশনে লেখা ‘মালাঙ্গ’। কারন বর্তমানে আদিত্য রায় কাপুরের বিপরীতে ‘মালাঙ্গ’ ছবিতে অভিনয় করছেন তিনি। দিশার ছবিটি নীচে রইল আপনার জন্য।