Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হলুদ মনোকিনিতে সৌন্দর্য দিশার, নেট দুনিয়ায় ভাইরাল ছবি

ইন্সটাগ্রাম খুললেই এখন হট অবতারে নায়িকাদের ছবি দেখা যাচ্ছে। লকডাউনের সময় ছবি পোস্ট করলে সবাইকে ট্রোল হতে হচ্ছিল।তাই এবার সবাই আনলক-কেই বেছে নিয়েছেন ছবি পোস্ট করার জন্য। নিজেদের খবরে রাখার…

Avatar

ইন্সটাগ্রাম খুললেই এখন হট অবতারে নায়িকাদের ছবি দেখা যাচ্ছে। লকডাউনের সময় ছবি পোস্ট করলে সবাইকে ট্রোল হতে হচ্ছিল।তাই এবার সবাই আনলক-কেই বেছে নিয়েছেন ছবি পোস্ট করার জন্য। নিজেদের খবরে রাখার জন্য এর থেকে ভালো মাধ্যম নায়িকাদের কাছে আর কিছু হতে পারতো না।

View this post on Instagram

?

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানিও তার ব্যতিক্রম নন। এদিন নিজের ইন্সটাগ্রামে হলুদ মনোকিনিতে নিজের ছবি পোস্ট করেছেন তিনি। দিশাকে এই পোশাকে লাগছে অনন্যা। এমনিতেই দিশার সৌন্দর্য ও স্মার্ট লুক বলিউডে বরাবর চর্চার বিষয়।

View this post on Instagram

?

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

তার উপর হলুদ মনোকিনিতে ছিপছিপে দিশার মার্জিত সৌন্দর্য নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সলমন খান অভিনীত মুভি ‘রাধে’-তে সলমনের সাথে দিশার একটি গানের সিকোয়েন্স এই দিন শুট করা হয়। সেই সময় এই ছবিগুলি তোলা হয়েছে।

About Author