Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অনক্যামেরার সামনে অস্বস্তিতে দিশা পাটানি, এভাবে পোশাক সামলাতে দেখা গেল অভিনেত্রীকে, ভাইরাল ভিডিও

দিশা পাটানি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। শুরু থেকেই তার মারকাটারি ফিগার ও হাসি মন জয় করে নিয়েছে দর্শকদের। তার ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। বড়পর্দায় একাধিক ছবিতে অভিনয়ও করে ফেলেছেন…

Avatar

দিশা পাটানি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। শুরু থেকেই তার মারকাটারি ফিগার ও হাসি মন জয় করে নিয়েছে দর্শকদের। তার ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। বড়পর্দায় একাধিক ছবিতে অভিনয়ও করে ফেলেছেন তিনি। ২০১৫ সালে তেলেগু ছবির হাত ধরেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল অভিনেত্রীর। তেলেগু ছবি ‘লোফার’ দিয়েই শুরু তার। বর্তমানে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।

বেশিরভাগ সময় নিজের বোল্ড লুকের জন্যই সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হন তিনি। তার একাধিক বোল্ড ছবি প্রায়ই ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। অভিনয়ের পাশাপাশি একাধিক ফটোশুটেও অংশগ্রহণ করে থাকেন তিনি, তার ঝলকও মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। তিনি বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম স্টাইলিশ ও বোল্ড অভিনেত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি ইউটিউবের মাধ্যমে ‘মালাঙ্গ’ ছবির প্রচারের একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। সেখানেই আদিত্য রায় কাপুরের সাথে উপস্থিত ছিলেন তিনি। একটি অফ-শোল্ডার শর্ট সাদা ও সবুজ চেকের একটি ড্রেসে এদিন দেখা মিলেছিল দিশা পাটানির। তবে হাওয়ার জন্যই পাপারাজিৎদের ক্যামেরার সামনেই নিজের পোশাকের দরুন অস্বস্তিত পড়তে হয়েছিল এই বলি ডিভাকে। তবে বলিউডের অভিনেত্রী হওয়ার দরুন এই ধরনের পরিস্থিতি সাথে সাথে সামলে নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। কারণ বিভিন্ন সময়ে একাধিকবার এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাদের, তার ঝলক থেকে থেকেই সোশ্যাল মিডিয়ার পাতায় মেলে। সম্প্রতি সেই ঘটনাই পুনরায় উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে, যার সূত্র ধরে চর্চায় অভিনীত্রী।

অন্যদিকে আদিত্য রায় কাপুরকেও মন্দ লাগছিল না। নস্যি রঙের প্যান্ট, সাদা টি-শার্ট ও জিন্সের জ্যাকেটে ছিলেন অভিনেতা, যা খুব স্বাভাবিকভাবেই নজর টেনেছে ভক্তদের। এই ভিডিওটি দেখে এটুকু স্পষ্ট তারা ‘মালাঙ্গ’ ছবির প্রচারের খাতিরে এই এই লুকে ধরা দিয়েছিলেন। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই সেই ঝলক মিলবে।

About Author