বলিউডবিনোদন

আবারও মনোকিনিতে ছবি শেয়ার করলেন দিশা পাটানি, মুহূর্তে ভাইরাল ছবি

×
Advertisement

দিশা পাটানি মানেই একরাশ রূপের সাথে বুদ্ধিমত্তার সমাহার।সম্প্রতি ইন্সটাগ্রামে দিশা পাটানির একটি গোলাপি-সাদা মনোকিনি পরা ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, গোলাপি-সাদা মনোকিনি পরে দিশা দাঁড়িয়ে আছেন সমুদ্রের ধারে।কিছুদিন আগেই হলুদ মনোকিনিতে দিশার আরেকটি ছবি ভাইরাল হয়েছিল। কিন্তু সেই ছবিটি ছিল ‘রাধে’ ফিল্মের শুটিং-এর।

Advertisements
Advertisement

এদিন সলমন খানের সঙ্গে দিশার একটি সঙ সিকোয়েন্স শুট করা হয়েছে যেখানে দিশার পরনে রয়েছে হলুদ মনোকিনি।গত রবিবার থেকে শুরু হয়েছে প্রভু দেবা পরিচালিত সলমন খান অভিনীত ফিল্ম ‘রাধে’ -এর শুটিং। এই ফিল্মে সলমনের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি।এই মুভির অর্ধেক শুটিং আগেই হয়ে গিয়েছিল।কিন্তু করোনা পরিস্থিতিতে লকডাউনের জন্য শুটিং বন্ধ হয়ে যায়। আনলক পর্বে করোনা-বিধি মেনে শুটিং শুরু হয়েছে।

Advertisements

Advertisements
Advertisement

তবে এত কিছুর মধ্যেও দিশা নিজের ছবির নিচে হ্যাশ দিতে ভোলেননি তাঁর প্রিয় বন্ধু সুশান্তের নামে। গত 14 ই জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গেছে বেশ কয়েক মাস। সুশান্তের মৃত্যুরহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী জামিনে মুক্ত হলেও মুম্বই-এর বাইরে যাবার অনুমতি পাননি।এদিকে সুশান্তের মৃত্যুর মাধ্যমে বলিউডের মাদকযোগ সামনে এসেছে। টালমাটাল বলিউডে এখন সুশান্তের বন্ধু হিসাবে দিশা পাটানি ও কৃতী শ্যানন আছেন যাঁরা নিঃস্বার্থভাবে সুশান্তের জন্য সুবিচার প্রার্থনা করছেন।

Related Articles

Back to top button