Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দাপিয়ে নাচলেন বলিউড নায়িকা দিশা পাটানি, খোলা চুলে পুরুষদের হৃদয়ে তুলল ঝড়

অভিনয় জগতে দিশার এক আলাদাই ক্রেজ আছে। দিশার ছিপছেপে গড়ন, ভরাট শরীরের মোহ মায়ায় অনেকেই কাবু, যেমনটি টাইগার। কিছুদিন আগেই মলদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন দিশা ও টাইগার। কেউই একসঙ্গে ছবি শেয়ার…

Avatar

অভিনয় জগতে দিশার এক আলাদাই ক্রেজ আছে। দিশার ছিপছেপে গড়ন, ভরাট শরীরের মোহ মায়ায় অনেকেই কাবু, যেমনটি টাইগার। কিছুদিন আগেই মলদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন দিশা ও টাইগার। কেউই একসঙ্গে ছবি শেয়ার করেননি ঠিকই তবে দুইজনের ইন্সটাগ্রামে একই সঙ্গে মলদ্বীপ ভ্রমনের ছবি আপলোড করতে দেখা যায়। যেখানে দিশার বিকিনি পরিহিত ছবি বেশ ভাইরাল হয়। দিশার নিম্নাঙ্গে বালুর চিকচিকে কণা, উন্মুক্ত নিতম্ব, খোলা চুল পুরুষ হৃদয়ে ঝড় তুলেছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আবারও ভাইরাল হল দিশার নাচের একটি পারফরম্যান্স। কার্ডি বি অ্যান্ড মেগান থ্রি স্ট্যালিয়নের ওয়েপ (WAP) গানের সঙ্গে দিশার নাচ সকলের খুব পছন্দ হয়েছে৷ ইনস্টাগ্রামে ভিডিওটি আপলোড হতেই সাড়া মিলেছে প্রচুর৷ দিশার এমন ধামাকা নাচ দেখে দিশার বিশেষ বন্ধু টাইগার শ্রফও তারিফ করেছেন, যদিও টাইগার নিজেও দুর্দান্ত নাচ করেন।

কমলা রঙের ট্যাঙ্ক টপ, কাটআউট সোয়েট শার্ট এবং রিপড জিন্সে দুর্দান্ত ও টাইগারের কোথায় ‘ক্লিন’ পারফর্ম করেছেন দিশা। এই অভিনেত্রীকে ‘মালাং’ ছবিতে শেষবার দেখা গিয়েছে দিশাকে৷ বক্স অফিসে ভাল সাড়াও মিলেছিল সেই ছবি। এখন চুটিয়ে মলদ্বীপ উপভোগ করছেন দিশা ও টাইগার।

About Author