Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অন্তর্বাসে হট দিশা পাটানি, এইভাবে কাকে কাছে চাইলেন অভিনেত্রী, দেখুন ভিডিও

অভিনেত্রী দিশা পাটানি (Disha patani) বরাবর ছকভাঙা পথে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াতে সিদ্ধহস্ত। এবার নিজের বয়ফ্রেন্ড টাইগার শ্রফ(tiger shroff)-এর উপর পিকচারাইজড গান ‘ক্যাসানোভা’র সঙ্গে লিপসিঙ্ক করে ইন্সটাগ্রাম রিল বানালেন দিশা।…

Avatar

অভিনেত্রী দিশা পাটানি (Disha patani) বরাবর ছকভাঙা পথে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াতে সিদ্ধহস্ত। এবার নিজের বয়ফ্রেন্ড টাইগার শ্রফ(tiger shroff)-এর উপর পিকচারাইজড গান ‘ক্যাসানোভা’র সঙ্গে লিপসিঙ্ক করে ইন্সটাগ্রাম রিল বানালেন দিশা। এই ইন্সটাগ্রাম রিলটি দিশা ডেডিকেট করেছেন টাইগারকে। কিন্তু এই ভিডিওতে ধরা পড়েছে দিশার ফ্যাশন সেন্স।

দিশাও এবার গা ভাসিয়েছেন ব্রালেট স্টাইলের জোয়ারে। তাঁর নতুন ইন্সটাগ্রাম রিলে তাঁর পরনে ছিল কালো রঙের ব্রালেট। নিজের ওয়েভি হেয়ার খোলা রেখেছিলেন দিশা এবং গলায় পরেছিলেন একটি হোয়াইট স্টোনের পেনডেন্ট। এই মুহূর্তে বলিউড নায়িকারা অনেকেই ট্রাই করছেন ব্রালেট। তবে প্রায় সবার পছন্দ কালো রঙের ব্রালেট। এর আগে আলিয়া ভাট ( Alia bhatt) ও মীরা রাজপুত (Mira rajput)-কেও কালো রঙের ব্রালেটে পার্টিতে উপস্থিত হতে দেখা গেছে। পিছিয়ে নেই টলিউডও। কিছুদিন আগে কালো ব্রালেট পরে ফটোশুট করেছেন পায়েল সরকার (payel sarkar)। জনপ্রিয় ফিল্ম ‘তামাশা’-র মাধ্যমে ব্রালেট টপের ফ্যাশন লঞ্চ করেছিলেন দীপিকা পাড়ুকোন (deepika padukone)। কিন্তু তখন এই ব্রালেট সেভাবে কেউ ট্রাই না করলেও গত বছর লকডাউনের সময় থেকে নায়িকা ও মডেলদের একাংশ কোনো এক অজানা কারণে ঝুঁকেছেন ব্রালেটের দিকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আনলক পর্বে  শুরু হয়েছে  সলমন খান প্রযোজিত ও প্রভু দেবা পরিচালিত ফিল্ম ‘রাধে’ র শুটিং। করোনা বিধি মেনে শুটিং শুরু করেছেন সলমন সহ পুরো ইউনিট। শুটিংয়ের প্রথম দিনেই দিশা সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করেছেন। ‘রাধে’ ফিল্মে সলমন খানের বিপরীতে অভিনয় করছেন দিশা।  সম্প্রতি ‘রাধে’র সেট থেকে হলুদ মনোকিনিতে আরেকটি ছবি শেয়ার করেছিলেন দিশা।  সলমন খানের সঙ্গে দিশার একটি ডান্স সিকোয়েন্সে দিশা এই পোশাকটি পরেছিলেন। নেটিজেনদের কাছে দিশার এই বোল্ড লুক যথেষ্ট প্রশংসিত হয়েছে।

2015 সালে অভিনেত্রী দিশা পাটানি তেলেগু ফিল্ম  লোফারের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। পরবর্তীকালে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এম.এস.ধোনি (দি আনটোল্ড স্টোরি)’-র মাধ্যমে বলিউডে কেরিয়ার শুরু করেন দিশা।এই ফিল্মে দিশার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়। 2017 সালে দিশা চাইনিজ  অ্যাকশন কমেডি ফিল্ম ‘কুংফু যোগা’-তে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। এই ফিল্মটি চাইনিজ ফিল্ম বক্স অফিসে সর্বোচ্চ সাফল্য পেয়েছিল।

About Author