Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাস্তবের ‘শ্বশুর’-কে কী বলে ডাকছেন হবু বউমা দিশা পাটানি?

দিশা পাটানি ২০১৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইন্দোরে অংশগ্রহণ করেন আর এর জেরে পড়াশোনা ছেড়ে দেন তিনি। অবশ্য এই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় হয়েছিলেন। কিন্তু এতে দিশার ভাগ্যের চাকা ঘোরেনি। এরপর…

Avatar

By

দিশা পাটানি ২০১৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইন্দোরে অংশগ্রহণ করেন আর এর জেরে পড়াশোনা ছেড়ে দেন তিনি। অবশ্য এই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় হয়েছিলেন। কিন্তু এতে দিশার ভাগ্যের চাকা ঘোরেনি। এরপর নিজের বয়ফ্রেন্ড টাইগার শ্রফের সাথে ‘বেফিকরে’ গানে ভিডিয়ো শুট করে বলিউডে প্রবেশ করেন। এর আগে অবশ্য কলেজে পড়ার সময়। দিশা বলিউডে পরিচিত হন এম এস ধোনি ছবির মাধ্যমে। দিশাকে এখানে ধোনীর প্রথম ভালোবাসা মেঘনার রোলে পার্ট করেন। এখানে দিশার অভিনয়ে বলিউডে পাকাপাকি জায়গা করে নেন অভিনেত্রী।

এরপর এই মিষ্টি অভিনেত্রীকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর টাইগার শ্রফের সাথে বাঘি ২, সলমান খানের সাথে ভারত ছবিতে, শেষ দেখা গিয়েছে অ্যাকশন-থ্রিলার ছবি মালঙ্গ-এ। এই ছবিটির গান হিট হলেও বক্স অফিসে সেরকম জাদু দেখাতে পারেনি। তাঁর আগামী ছবি রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই। এটিতেও তিনি রয়েছেন সলমনের বিপরীতে। এই ছবিতে খলনায়কের চরিত্রে থাকছেন রণদীপ হুডা। আর একটি বিশেষ চরিত্রে থাকছেন জ্যাকি শ্রফ। অন্য দিকে, একটি গানের দৃশ্যে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ। ১৩ মে ইদের দিন এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। মোট চল্লিশটি দেশে মুক্তি পাবে এই সিনেমা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এর মাঝে অভিনেত্রী দিশা পাটানি বড় সমস্যায় পড়েছে। তিনি একা নন সমস্যায় পড়েছেন জ্যাকি শ্রফ ও। হবে না বা কেন যদি বয়ফ্রেন্ডের বাবাকে দাদা বলতে হয়। হ্যাঁ জ্যাকি পুত্র টাইগারের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ যে। এরকমই গুঞ্জন বলিপাড়ার অন্দরে। তবে বাস্তবেও দিশা বা টাইগার শ্রফ কেউই নিজেদের সম্পর্কের কথা খোলাখুলি শেয়ার করেননি। তবে ২০১৯ সালে একবার টাইগার এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁরা খুব শীঘ্র বিয়ে করতে পারেন অথবা তারা সারা জীবন ভালো বন্ধুও হয়েও থাকতে পারেন। প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতে একসঙ্গে বেশ কয়েকটি ছবিতেও জুটি হিসেবে দেখা গিয়েছে দুজনকে।

কিছুদিন আগে দিশা আর টাইগার মালদ্বীপ একসাথে ঘুরতে গিয়েছিলেন তবে আলাদা আলাদা ছবি পোস্ট করেছিলেন তারা। তবে দর্শকরা তাঁদের জুটি পছন্দও করেছেন। বাবার বয়সী লোককে যদি দাদা বলতে হয় তাহলে তো একটু বিড়ম্বনা হবেই। দিশা বুঝতেই পারছেননা। শ্যুটিং এর সময়ে না দাদা বললেন কিন্তু সেটে কি বলবেন তা অভিনেত্রীকে জিজ্ঞাসা করলেন, স্যর, জ্যাকি আঙ্কল নাকি অন্য কিছু? উত্তরে অভিনেত্রী জানান,এমনিতে যদি দুটি মানুষ যখন কথা বলেন তখন নাম ধরে বা কিছু সম্বোধন না করলেও চলে। তবে দিশা জ্যাকিকে স্যার বলেই ডেকেছেন বেশ কয়েকবার। তবে প্রথমবার জ্যাকির সাথে স্ক্রিন শেয়ার করে বেশ খুশি দিশা।

About Author