Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জলের তলায় চুম্বন দৃশ্যে দিশা পাটানি ও আদিত্য রায় কাপুর, ভাইরাল নেট দুনিয়ায়

বলিউডের অভিনেত্রী দিশা পাটানি এবং আদিত্য রয় কাপুরকে একটি জলের তলায় চুম্বন দৃশ্য এ অভিনয় করতে দেখা গেল তাদের ছবি মালং এর জন্য। নায়িকা তার সঙ্গে নায়কের একটি শার্ট বিহীন…

Avatar

বলিউডের অভিনেত্রী দিশা পাটানি এবং আদিত্য রয় কাপুরকে একটি জলের তলায় চুম্বন দৃশ্য এ অভিনয় করতে দেখা গেল তাদের ছবি মালং এর জন্য। নায়িকা তার সঙ্গে নায়কের একটি শার্ট বিহীন ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। এই ছবির ভিত্তিতে আদিত্য লিখেছেন ‘training for something special # Malang.’

এ দৃশ্যটিতে অভিনয় করার জন্য তাদেরকে প্রায় এক মিনিট জলের তলায় থাকতে হয়েছিল। যার জন্য প্রয়োজন অসম্ভব ফুসফুসের ক্ষমতা। তাই এক টেকেই পুরোটা শুটিং হওয়াটা যথেষ্ট ক্ষমতার দাবি রাখে। একে তো জলের তলায় সেখানে এমনিতেই শ্বাস নিতে অসুবিধা হওয়ার কথা, তার পরে রয়েছে চুম্বন-দৃশ্য সবমিলিয়ে দুজনের যথেষ্ট ক্ষমতার প্রয়োজন ছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
আরও পড়ুন : বর্ষবরণে বিদেশে ছুটি কাটাচ্ছে মিমি, রইল কিছু ছবি 

মালাং সিনেমাটিতে এই প্রথমবার দিশা জুটি বাঁধতে চলেছেন আদিত্য রায় কাপুরের সঙ্গে। ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে সিনেমাটি রিলিজ করতে পারে এমনটাই জানানো হচ্ছে।

 
View this post on Instagram
 

Training for something special #malang?

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

About Author