Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

CAA নিয়ে চিন্তার কিছু নেই, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক সেরে বললেন উদ্ভব ঠাকরে

সিএএ এবং এনআরসি নিয়ে দেশ জুড়ে চলছে আন্দোলন, বিক্ষোভ প্রদর্শন। এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে জানালেন, সিএএ নিয়ে চিন্তা করার…

Avatar

সিএএ এবং এনআরসি নিয়ে দেশ জুড়ে চলছে আন্দোলন, বিক্ষোভ প্রদর্শন। এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে জানালেন, সিএএ নিয়ে চিন্তা করার কিছুই নেই। আজ সকালে উদ্ভব ঠাকরে পুত্র আদিত্য ঠাকরেকে নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে যান। সেখানে দুই নেতার মধ্যে বৈঠক হয়। বৈঠক থেকে বেরিয়ে উদ্ভব সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন দেশব্যাপী এনআরসি হবেনা। তাই সিএএ নিয়ে চিন্তা করার কিছু নেই।’

প্রসঙ্গত সংসদের শেষ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, সারা দেশ জুড়েই এনআরসি চালু করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী বলেন এখনই সারাদেশ জুড়ে এনআরসি চালু করার কোনো পরিকল্পনা নেই। এদিন উদ্ভবের এই মন্তব্যের পর সে বিষয়ে অনেকটাই নিশ্চিত হওয়া গেলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিরোধীদের ধারণা ছিল, এনআরসি চালু করে সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব কাড়া হবে। কিন্তু এদিনের বৈঠকের পর উদ্ভবের কথা থেকেই পরিষ্কার এখনই দেশজুড়ে এনআরসি চালু হচ্ছে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠানো উচিত ছিল, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর

এদিন বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বাস ভবন থেকে বেরিয়ে উদ্ভব ঠাকরে বলেন, ‘আমার সাথে প্রধানমন্ত্রীজির কথা হয়েছে। ওনার সাথে আমার সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে আলোচনা হয়েছে। উনি আমায় বলেছেন, সারা দেশে এনআরসি চালু হবে না এখন। সংখ্যালঘুদের সিএএ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। সিএএ-তে সংখ্যালঘুরাই বেশি উপকৃত হবে।’ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘নাগরিকদের অধিকার নিয়ে কোনো আপোষ আমরা করবো না। নাগরিকদের বিপদ দেখলে আমরাই সবার আগে এগিয়ে আসবো।’

About Author