Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মধ্যবিত্তদের জন্য সুখবর! হু হু করে দাম কমলো সোনা ও রুপোর

করোনা পরিস্থিতি ও দীর্ঘ লকডাউনের সময় কার্যত দফায় দফায় দাম বাড়তে থাকে সোনার। কিন্তু উৎসব পরবর্তী সময়ে ধীরে ধীরে সোনার দামের পতন ঘটতে থাকে। মাঝে আবার বাড়লেও আজ, শুক্রবার ফের…

Avatar

করোনা পরিস্থিতি ও দীর্ঘ লকডাউনের সময় কার্যত দফায় দফায় দাম বাড়তে থাকে সোনার। কিন্তু উৎসব পরবর্তী সময়ে ধীরে ধীরে সোনার দামের পতন ঘটতে থাকে। মাঝে আবার বাড়লেও আজ, শুক্রবার ফের সোনার দামে পতন দেখা গেল৷ পতন দেখা গেল রুপোর দামেও। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.২৪ শতাংশ পড়ে প্রতি ১০ গ্রামে ৫০২৭০ টাকা হয়েছে৷ এর আগে লাগাতার তিনদিন সোনালি ধাতুর দাম বাড়তে দেখা গিয়েছে৷ রুপোর দামও শুক্রবার ০.৬০ শতাংশ পড়ে গিয়েছে৷ এর জেরে প্রতি কিলো সোনার দাম হয়েছে ৬৭৮৮২ টাকা৷

মধ্যবিত্তদের জন্য সুখবর! হু হু করে দাম কমলো সোনা ও রুপোর

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করোনা ভাইরাস পরিস্থিতির জেরে গত কয়েক দিনে সোনার দাম অনেকটাই বেড়ে গিয়েছিল৷ তবে স্টিমিউলাস প্যাকেজ আসার সম্ভাবনা রয়েছে এর জেরে কিছুটা সার্পোট পাওয়া গিয়েছে৷ আর এই প্যাকেজ এলেই সোনার দাম আরও নিম্নমুখী হবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমে গিয়ে ১৮৮১.৬৫ ডলার প্রতি আউন্স হয়েছে৷ রুপোর দাম পড়েছে ১ শতাংশ৷

মধ্যবিত্তদের জন্য সুখবর! হু হু করে দাম কমলো সোনা ও রুপোর

সব মিলিয়ে সোনালী প্রেমীদের জন্য সুখবর যে তিন দিন লাগাতার দাম বাড়ার পর অবশেষে দাম কমলো সোনার। সঙ্গে আবার উপরি পাওনা হিসেবে রুপোর দাম নিম্নমুখী। তাই মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছে এমনটা বলাই যায়।

About Author