Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আমরা ক্ষমতায় আসলে মমতা-মোদীকেও সরকারি চাকরি দেবো, নির্বাচনী জনসভায় আশ্বাস দীপ্সিতার

এবারে একযোগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন এবারের বামপন্থীদের অন্যতম মুখ দীপ্সিতা ধর। তিনি এবারে বালি আসনে সিপিএমের প্রার্থী হয়ে সংযুক্ত মোর্চার হয়ে প্রতিদ্বন্দ্বিতা…

Avatar

By

এবারে একযোগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন এবারের বামপন্থীদের অন্যতম মুখ দীপ্সিতা ধর। তিনি এবারে বালি আসনে সিপিএমের প্রার্থী হয়ে সংযুক্ত মোর্চার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি জনসভায় গিয়ে দীপ্সিতা বললেন, যদি মমতা এবং মোদির আসল সার্টিফিকেট দেখাতে পারে তাহলে তাদেরকেও সরকারি চাকরি দেবো।

দুর্গাপুরের সুকান্ত পল্লী এলাকায় সিপিআইএমের দীপ্সিতা ধরের জনসভায় একাধারে তৃণমূল এবং বিজেপিকে আক্রমণ করলেন তিনি। তিনি হুংকার দিলেন, এবারে কোন নেতার মদতে চাকরি হবে না। যদি সার্টিফিকেট দেখানো যায় তবেই চাকরি পাওয়া যাবে। এছাড়াও কোন স্বজনপোষণ হবে না বলেও তিনি দাবি করলেন। দীপসিতা বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি বাঘিনী। অন্যদিকে বিজেপির নতুন আমদানি মিঠুনদা বলছেন উনি জাত গোখরো, এক ছোবলেই ছবি। কিন্তু ওনারা কেউ চাকরির কথা বলছেন না। সংযুক্ত মোর্চার প্রার্থীরা বলছে চাকরি দেবে। এসএসসি পরীক্ষা হবে, পিএসসি পরীক্ষা হবে। চাকরি পাওয়ার জন্য আপনাকে তৃণমূলের নেতাদের কাছে যেতে হবে না, আপনি নিজের যোগ্যতায় চাকরি পাবেন। সমস্ত শুন্য পদে নিয়োগ হবে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপর মমতা এবং মিঠুনকে সরাসরি আক্রমণ করে বললেন, “যদি আমরা ক্ষমতায় আসি তাহলে আমরা সমস্ত সাপকে সংরক্ষণ করে রাখবো, আমরা সমস্ত বাঘিনীকে সুন্দরবনে পাঠিয়ে দেবো। আমরা ছোবল মারব না, তাই পাটকেল খেতে হবে না। তবে জেনে রাখুন, আপনি যতগুলো ছোবল মারবেন, ঠিক ততগুলো পাটকেল আপনি খাবেন।”

About Author