Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Dipankar-Dolon: নজর দেবেন না, একে অপরকে ছাড়া বাঁচব না, বললেন দোলন রায়

২৭ বছর একসাথে সহবাসের পর ২০২০'র ১৭'ই জানুয়ারি এক অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপঙ্কর দে ও দোলন রায়। তাদের বিবাহবার্ষিকী ছিল এদিন। এদিন একই রঙে সেজেছিলেন তারা। সোশ্যাল মিডিয়ায়…

Avatar

২৭ বছর একসাথে সহবাসের পর ২০২০’র ১৭’ই জানুয়ারি এক অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপঙ্কর দে ও দোলন রায়। তাদের বিবাহবার্ষিকী ছিল এদিন। এদিন একই রঙে সেজেছিলেন তারা। সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। একরাশ শুভকামনা পেয়েছেন তারা।

দীপঙ্কর দের সাথে তার সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি মিডিয়াতে। শুনতে হয়েছে নানা মন্তব্যও। তবে এতকিছুর পরেও তারা একসাথে ২৯ বছর কাটিয়ে দিলেন একইসাথে একই ছাদের তলায়। এদিন তারা রং মিলিয়ে পোশাকও পরেছিলেন। দুজনেই সেজেছিলেন হলুদ রঙে। অভিনেত্রী জানিয়েছেন এই শাড়িটি তিনি বেদান্ত মঠ থেকে উপহার পেয়েছিলেন। নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এই শাড়িটি পরেছিলেন তিনি। তার কথায়, আলোচনা না করেই তাদের পোশাকের রঙ মিলে গিয়েছিল। তবে তাতে যে অভিনেত্রী বেজায় খুশি হয়েছিলেন, তা বলাই বাহুল্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এমনকি তিনি এও জানিয়েছেন, তারা একে অপরের সাথে খুবই ভালো রয়েছেন। একে অপরকে ছাড়া তারা থাকতে পারবেন না। অভিনেত্রীর গলায় ধরা দিয়েছিল আকুতি। তিনি বলেন, সাধারন মানুষ ভাবে যারা বিনোদন জগতে থাকেন তারা নয় শুধুমাত্র ভালো হন, নয়তো খারাপ। অভিনেত্রীর কথায় ভালোর পাশাপাশি খারাপটাও থাকতে হয়, না হলে বিষয়টা পূর্ণতা পায় না।

অভিনেত্রী আরও জানান, মা-বাবার সাথে থাকতে গেলে ও ঠোকাঠুকি লাগে, তা বলে কেউ বাবা-মাকে দূরে সরিয়ে দেন না। তিনি জানিয়েছেন, টিটোদা অর্থাৎ দীপঙ্কর দে তাকে প্রয়োজনে শাসন করেন এবং পরে সোহাগও করেন। আর এভাবেই দেখতে দেখতে তারা একসাথে কাটিয়ে দিয়েছেন ২৯’টা বছর। খুব শীঘ্রই ‘পাকা দেখা’ ছবিতে একসাথে একই স্ক্রিনে দেখা মিলবে তাদের। এই ছবিতে অভিনয় করেছেন সোহম ও সুস্মিতা। এর আগেও বেশ কয়েকবার বড়পর্দার পাশাপাশি মঞ্চেও অভিনয় করেছেন একইসাথে। উল্লেখ্য, ২৯ বছর পরেও তাদের রসায়নে এতটুকুও ভাটা পরেনি।

আগে অভিনেত্রী তার টিটোদার সাথে কোন ছবি শেয়ার করলে অনেক ধরনের কোন কু-মন্তব্য শুনতে হতো তাকে। তবে এখন যদি কেউ নেতিবাচক কোন মন্তব্য করেন অভিনেত্রীর কথায়, তাকে আর কিছু বলতে হয় না নেটনাগরিকদের মধ্যে বহু মানুষ তাদের সমর্থনে তাদের হয়ে উত্তর দিয়ে দেন। এই ২৯ বছরের তাদের অটুট থাকুক, এমনটাই কামনা করেছেন তাদের ভক্তরা।

About Author