Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বৃষ্টির মধ্যেই ভেজা শরীরে আম্রপালিকে গরম করলেন নিরাহুয়া, তারপর করলেন এই কাজ, দেখুন ভিডিও

ভারতের অন্যান্য সিনেমা জগতের মতই কিন্তু এখন ভোজপুরি সিনেমা জগত একইভাবে জনপ্রিয়তার শিখরে রয়েছে। ভোজপুরি দুনিয়ার তারকারা এখন সারা ভারতে একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন নিজেদের। বর্তমানে ভোজপুরি দুনিয়াতে এমন…

Avatar

ভারতের অন্যান্য সিনেমা জগতের মতই কিন্তু এখন ভোজপুরি সিনেমা জগত একইভাবে জনপ্রিয়তার শিখরে রয়েছে। ভোজপুরি দুনিয়ার তারকারা এখন সারা ভারতে একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন নিজেদের। বর্তমানে ভোজপুরি দুনিয়াতে এমন কয়েকজন তারকা রয়েছেন যাদের কথা না বললেই নয়। এদের মধ্যে অন্যতম হলেন দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া। ভোজপুরি জগতে তিনি সেই নামেই বেশি পরিচিত। তার প্রতিটি ছবি বক্স অফিসে থাকে সুপারহিট এবং তার প্রতিটি ছবির গান ইউটিউবে হয়ে যায় ব্লকবাস্টার। বলিউডে যেমন সব থেকে জনপ্রিয় দুটি শাহরুখ খান এবং কাজলের, সেরকমই কিন্তু ভোজপুরি দুনিয়ায় আম্রপালি দুবে এবং নিরাহুয়ার জুটিকে টেক্কা দেওয়ার মতো জুটি তৈরি হয়নি। সম্প্রতি তাদের দুজনের একটি নতুন গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়েছে।

দিনেশ লাল যাদবের সঙ্গে দুরন্ত কেমিস্ট্রি আম্রপালির

দীনেশ যাদবের সঙ্গে আম্রপালি দুবে কেমিস্ট্রি সব থেকে বেশি চর্চিত ভারতের ভোজপুরি সিনেমা জগতের মধ্যে। যখনই তারা দুজন একসাথে কোন ছবিতে অভিনয় করেন তখনই সেই ছবি একেবারে সুপার-ডুপার হিট হয়ে যায়। দিনেশ লাল যাদবের সঙ্গে আম্রপালি দুবের এখনো পর্যন্ত কোনো সিনেমা ফ্লপ করেনি। এদের যে কোন সিনেমা ভোজপুরি সিনেমা জগতে দারুণ জনপ্রিয়তার সাথে চলে থাকে এবং সবকটি সিনেমা তাদের জুটিতে একেবারেই হিট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নতুন গানের ভিডিওতে রয়েছে বেশ কিছু রোমান্টিক দৃশ্য

সম্প্রতি তাদের দুজনের নতুন গানের ভিডিও জানুয়ারী মে ফাটাতা জাওয়ানি ভারতে একেবারে সুপারহিট হয়ে গিয়েছে। এই ভিডিওতে ইতিমধ্যেই কুড়ি হাজারের বেশি ভিউ এসে গিয়েছে এবং দুজনেই কিন্তু তাদের কেমিস্ট্রিকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন। তাদের দুজনের এই পরিশ্রম অবশ্যই সফল হয়েছে এবং এই মুহূর্তে এই গানের ভিডিওটি জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে। এই গানের জন্য কিন্তু তাদের দুজনের সিনেমা গুলিও একই ভাবে জনপ্রিয়তা পাচ্ছে। এখনো পর্যন্ত যদি আপনি এই গানের ভিডিও না দেখে থাকেন তাহলে দেখে নিন এক্ষুনি।

About Author