Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IND vs RSA: ধোনির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন নাম লিখলেন দীনেশ কার্তিক

টি-টোয়েন্টি ক্রিকেটে বিস্ময়কর প্রত্যাবর্তন করলেন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক। আইপিএলের ধারা অব্যাহত রেখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেললেন অর্ধশত রানের বিধ্বংসী ইনিংস। মূলত তার ইনিংসের সুবাদে প্রোটিয়াদের বিরুদ্ধে লড়াই করার মতো…

Avatar

টি-টোয়েন্টি ক্রিকেটে বিস্ময়কর প্রত্যাবর্তন করলেন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক। আইপিএলের ধারা অব্যাহত রেখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেললেন অর্ধশত রানের বিধ্বংসী ইনিংস। মূলত তার ইনিংসের সুবাদে প্রোটিয়াদের বিরুদ্ধে লড়াই করার মতো রান সংগ্রহ করতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দীনেশ কার্তিক মাত্র ২৭ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। এই ইনিংসের সুবাদে টি-টোয়েন্টি ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন তিনি।

গতকাল টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে মহা বিপদে পড়ে ভারতীয় দল। প্রথম পাওয়ার প্লেতে একের পর এক উইকেট হারিয়ে রীতিমত দিশাহারা হয়ে পড়ে ঋষভ পন্থের টিম ইন্ডিয়া। ঈশান কিশানের ব্যক্তিগত ২৭ রানের ইনিংস ছাড়া লম্বা ইনিংস খেলতে পারেননি প্রথম সারির কোন ব্যাটসম্যান। শেষমেষ হার্দিক পান্ডিয়ার ৪৬ এবং দীনেশ কার্তিকের ৫৫ রানের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ভারত ১৬৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদিও গতকাল ১৬৯ রান দক্ষিণ আফ্রিকার সামনে পাহাড় সমান লক্ষ্যমাত্রা হয়ে দাঁড়ায়। ভারতীয় বোলার আবেশ খানের বিধ্বংসী বোলিংয়ের সামনে সবকটি উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা মাত্র ৮৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলশ্রুতিতে, ৮২ রানের বিশাল ব্যবধানে সিরিজের চতুর্থ ম্যাচে জয় তুলে নেয় ভারত।

গতকাল ৫৫ রানের ঝড়ো ইনিংসের জন্য “ম্যান অফ দ্যা ম্যাচ” নির্বাচিত হয়েছেন দীনেশ কার্তিক। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া দীনেশ কার্তিকের এটি ছিল সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে প্রথম অর্ধশত রানের ইনিংস। তাছাড়া ভারতীয় ক্রিকেটে সর্বাধিক বয়স্ক ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে অর্ধশত রানের ইনিংস খেলার রেকর্ড যুক্ত হয়েছে তার নামে। তিনি ৩৭ বছর বয়সে ভারতীয় জার্সিতে এই বিশেষ রেকর্ড গড়েছেন। ইতিপূর্বে এই রেকর্ডটি মহেন্দ্র সিং ধোনির নামে যুক্ত ছিল। তিনি ৩৬ বছর বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ অর্ধ শতরানের ইনিংস খেলেছিলেন।

About Author