ভাইরাল & ভিডিওবিনোদন

Dimple Chaudhary: স্বপ্না চৌধুরীকে পিছনে ফেলে হরিয়ানভি দুনিয়ার নতুন কুইন ডিম্পল চৌধুরী, সাদা পোশাকে হলো ভিডিও ভাইরাল

এই ভিডিওতে তাকে দেখা যাচ্ছে একটি নতুন হরিয়ানভি গানের সঙ্গে নাচ করতে

Advertisement
Advertisement

এখনকার দিনে সারা ভারতে হরিয়ানভি গানের একটা আলাদা জনপ্রিয়তা তৈরি হয়েছে। আর এই হরিয়ানভি গানের জনপ্রিয়তার কারণেই এই হরিয়ানভির নৃত্যশিল্পীরা এখন সারা ভারতে বেশ পপুলার হয়ে উঠেছেন। এই হরিয়ানার নৃত্য শিল্পের দুনিয়ায় কয়েকজন তারকা এমন রয়েছেন যারা বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রিকে একা হাতে টেনে নিয়ে চলেছেন। এরকমই একজন শিল্পী হলেন স্বপ্না চৌধুরী। এখনকার দিনে তিনি একজন তারকা থেকে কম নন। বলিউড তারকাদের যেরকম জনপ্রিয়তা থাকে, সেরকমই জনপ্রিয়তা এখন স্বপ্না চৌধুরীর কাছেও রয়েছে। তবে এখন তার জায়গায় নতুন শিল্পীরা আসতে শুরু করেছেন এই দুনিয়ায়। ফলে বলতে গেলে চলছে বিরাট পালাবদল

Advertisement
Advertisement

জনপ্রিয় হতে শুরু করেছেন ডিম্পল চৌধুরী

হরিয়ানভি নাচের আঙিনায় নতুন নক্ষত্রের উত্থান! সে স্বপ্না চৌধুরী হোক বা মুসকান বেবি, মঞ্চের প্রতিটি নৃত্যশিল্পী তাদের অসাধারণ নাচ এবং অভিব্যক্তি দিয়ে দর্শকদের মন জয় করে নেয়। এবার সেই তালিকায় যোগ হয়েছে ডিম্পল চৌধুরী নামক এক নবীন নৃত্যশিল্পীর নাম। ডিম্পল-এর নাচের ভিডিও যদি আপনি এখনও না দেখে থাকেন, তাহলে দেরি করবেন না! স্যুট পরিহিত ডিম্পল মঞ্চে এসে গানের তালে মাতিয়ে তোলেন সকলকে। কালো সুরমা, বিন্দি এবং লাল লিপস্টিকে সেজে ডিম্পল শুধু সুন্দরই দেখাচ্ছেন না, তার নাচেও আছে অসাধারণ আকর্ষণ।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ডিম্পলের নাচের ভিডিও

ডিম্পল-এর অঙ্গভঙ্গি অত্যন্ত আকর্ষণীয়, যা দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি করে।
ডিম্পল চৌধুরী-এর বিস্ফোরক নাচের এই ভিডিওটি ইউটিউবে শেয়ার করা হয়েছে এবং ইতিমধ্যেই কয়েক হাজার ভিউ পেয়েছে। এই ভিডিওতে ডিম্পল-কে দেখা যাচ্ছে একটি বিশাল মঞ্চে জনপ্রিয় হরিয়ানভি গান “সারে না জাউঙ্গি”-তে নাচ করতে।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button