কাটমানি ও অনুন্নয়ন নিয়ে আবার একবার শাসক শিবিরকে বিঁধলেন পদ্ম শিবিরের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে পুরুলিয়া শহরে চা চক্রে অংশগ্রহণ করলে দিলীপবাবু(Dilip Ghosh) রাজ্য সরকার এবং শাসকদলকে তোপ দাগলেন তিনি। সাথে সাংবাদিককে চড় মারায় বিদ্রূপ করলেন শাসক শিবিরের বিধায়ক অনন্ত দেব অধিকারীকেও।
এইদিন সকালে পুরুলিয়া শহরে প্রাতঃভ্রমণ সেরে দিলীপ বাবু চা চক্রে অংশ নেন। সেখানে একের পর এক ইস্যুতে শাসক শিবিরকে বিঁধলেন তিনি। কাটমানি ইস্যুতে রাজ্যের শাসকদলের নেতাদের সমালোচনা করে দিলীপ বাবু বলেন,”ওদের সাধারণ মানুষ খুঁজে বেড়াচ্ছে। সামনে পেলেই ল্যাম্প পোস্টে বেঁধে পেটাবে। ভোটের আগে ওদের আর কাটআউট ছাপাতে হবেনা। মানুষই ওদের টাঙিয়ে রাখবে।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজঙ্গলমহলের অনুন্নয়নের জন্য শাসক শিবিরকে দায়ী করে এই দিন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন,”কেন্দ্রীয় সরকার জঙ্গলমহলের জন্য রাজ্য সরকারকে টাকা দেয়। সেই সমস্ত টাকা যায় কোথায়?” ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারীর সাংবাদিককে চড় মারার ঘটনা নিয়ে এইদিন দিলীপ বাবু বললেন,”এমন ঘটনা ভাবাও যায়না। হারের ভয়ে বেচারার ব্রেক ফেল হয়ে গিয়েছে।”
লাইনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কার্ড নেওয়ারও সমালোচনা করেন দিলীপ ঘোষ। দিলীপবাবু বলেন, “সাধারণ মানুষের সঙ্গে ওর দূরত্ব বেড়েছে তা বুঝতে পেরেছেন। তাই মানুষের ভিড়ে মেশার চেষ্টা করছেন।”