Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দিলীপ ঘোষ গবেট, মাথামোটা, ‘বুড়ো ভামের দল’ প্রসঙ্গে দিলীপকে পাল্টা সৌগত

এবার দিলীপ ঘোষকে সরাসরি আক্রমণ করলেন সাংসদ সৌগত রায়। এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করে সৌগত রায় বললেন, দিলীপ ঘোষ মাথামোটা। বুড়ো ভামের দল, এই মন্তব্যের পাল্টা রাজ্য…

Avatar

এবার দিলীপ ঘোষকে সরাসরি আক্রমণ করলেন সাংসদ সৌগত রায়। এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করে সৌগত রায় বললেন, দিলীপ ঘোষ মাথামোটা। বুড়ো ভামের দল, এই মন্তব্যের পাল্টা রাজ্য বিজেপির সভাপতি কে কটাক্ষ করলেন সৌগত। পাশাপাশি তিনি মুখ খুললেন শুভেন্দু ইস্যুতেও।

শুভেন্দু অধিকারীর মন্ত্রী পদ ত্যাগের পর থেকে তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াই কয়েকগুণ বেড়ে গিয়েছে। লাগাতার একে অন্যকে আক্রমণ করে চলেছেন দুই দলের নেতারা। মঙ্গলবার সকালে শাসক দল এবং নেতাদের বিরুদ্ধে মেদিনীপুরের সাংসদ বলেছিলেন,”তৃণমূল বুড়ো ভামের দলে পরিণত হয়েছে। তৃণমূলের যারা নেতা ছিলেন তারা ইতিমধ্যেই দল ছেড়ে পালিয়েছেন অথবা চুপ করে গিয়েছেন। যাদের কোথাও জায়গা নেই তারাই এখন এই দলে পড়ে রয়েছেন।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিন দিলীপ ঘোষের এই মন্তব্যে সরাসরি ইঙ্গিত ছিল সৌগত রায় এর দিকে। তাই এই মন্তব্যের পাল্টা সৌগত রায় বললেন,” দিলীপ ঘোষ গবেট আর মাথা মোটা। উনি অর্ধশিক্ষিত, আইটিআই পাস। উনাদের বুড়ো, বাচ্চা কেউ নেই। ওনাদের সব গবেট।”

আবার শুভেন্দু প্রসঙ্গে প্রশ্ন করা হলে সৌগত রায় বললেন,” শুভেন্দু এখনো পর্যন্ত দলেই আছে। মধ্যস্থতার জন্য এখনো চেষ্টা করা হচ্ছে।” প্রসঙ্গত এদিন প্রশান্ত কিশোর, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায় একসাথে একটি বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, এই বৈঠক সফল হয়েছে এবং সৌগত রায় বলেছেন, “সমস্ত সমস্যা মিটে গেছে। শুভেন্দু এখনো দলেই আছে।”

About Author