করোনায় আক্রান্ত হলেন দিলীপ ঘোষ, ভর্তি হাসপাতালে

Advertisement

Advertisement

কলকাতা: দিন কয়েক আগে দিলীপ ঘোষের অসুস্থতার খবর মিলেছিল। সেই সময় সমস্ত কর্মসূচি বাতিল করে দিয়েছিলেন তিনি। অসুস্থতার জন্য বাড়িতেই তিনি ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায় যদিও কী কারণে তিনি অসুস্থ হয়েছেন, তা স্পষ্ট করে কিছুই জানা যায়নি। তবে এবার সেই কারণ প্রকাশ্যে এল। করোনায় আক্রান্ত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে ভর্তি করা হয়েছে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার রাত ১০টা নাগাদ জ্বর নিয়ে হাসপাতাল ভর্তি হন দিলীপ ঘোষ। সেখানেই তিনি চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, গায়ে ১০২ ডিগ্রি জ্বর রয়েছে দিলীপ ঘোষের এইচডিইউ-তে ভর্তি করা হয়েছে তাঁকে। তবে শরীরে অক্সিজেনের মাত্রা এখনও স্বাভাবিক। যদিও তাঁর পরিবার-পরিজন হোম আইসোলেশনে রয়েছেন কিনা, সে বিষয় এখনও কিছু জানা যায়নি।

Advertisement

প্রসঙ্গত, আনলক হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে জনসভা করতে দেখা দিয়েছে দিলীপ ঘোষকে। এমনকি কর্মীদের সঙ্গে জনসংযোগও সেরেছেন তিনি। আর এরই মধ্যে সম্প্রতি বিজেপির নবান্ন অভিযানেও যোগ দিয়েছিলেন তিনি। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ববিধি ভুলে কার্যত কাতারে কাতারে লোক এই অভিযানে যোগ দিয়েছিল। এই অভিযানের দিন কয়েক পরেই দিলীপ ঘোষের অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। তাহলে কি নবান্ন অভিযান থেকেই করোনা ভাইরাস তাঁর শরীরে এসেছে?

Advertisement

যদি সেটাই হয়, তাহলে যে সকল বিজেপি কর্মী সেদিন এই অভিযানে যোগদান করেছিলেন, তাদেরও করোনা হওয়ার একটি প্রবল সম্ভাবনা থেকে যাচ্ছে। এমনকি এই নবান্ন অভিযানে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, লকেট চট্টোপাধ্যায়, বিজেপির যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য থেকে শুরু করে আরও অনেকে। পরবর্তী সময়ে তাঁদেরও করোনা আক্রান্তের খবর কি মিলতে পারে? এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে উঠেছে।

Recent Posts