নিউজপলিটিক্সরাজ্য

“ওনার তো তিন ধর্মে তিন বিয়ে”, নোবেলজয়ী অমর্ত্য সেনকে কটাক্ষ দিলীপ ঘোষের

"মানুষের দুঃখ কষ্টে যিনি থাকেননা, তার থেকে কোনও নীতির কথা আমরা শুনব না", অমর্ত্য সেনকে (Amartya Sen) তোপ দিলীপের (Dilip Ghosh)

×
Advertisement

আসন্ন ২১ এর বিধানসভা ভোট। এমন সময় নোবেলজয়ী অর্থনীতিবিদকে রাজনীতির আঙ্গিনায় টেনে নামাল রাজ্য বিজেপি। এইবার তার বিরুদ্ধে তোপ দাগতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে(Dilip Ghosh)। এইদিন নাম না বলেই অমর্ত্য সেন (Amartya Sen) সম্পর্কে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বললেন, দেশের মানুষের দুঃখ-কষ্টে যিনি নেই তার কাছ থেকে কোনও নীতির কথা আশা করা উচিৎ নয়। এই মন্তব্যর সাথে সাথে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে গভীর চর্চা।

Advertisements
Advertisement

মঙ্গলবার তথা আজ রাজ্য বিজেপির সভাপতি বলেন,”অমর্ত্য সেন বলেছেন, লাভ জিহাদের মধ্যে জিহাদ থাকতেই পারেনা। ধর্মান্তরকরণ বিরোধী যে আইন বিজেপি শাসিত রাজ্য চলছে তা অসাংবিধানিক। উনি তো তিনবার বয়ে করেছেন। তিনধর্মে বিয়ে করেছেন। তার তো কথা বলার কোনও নৈতিক অধিকার নেই। যেদিন দেশ ছেড়ে পালিয়ে চলে গিয়েছিলেন, দেশের মানুষের দুঃখ-এ তাকে দেখা যায়নি, কষ্টে নেই, তার থেকে নীতির কথা শুনতে আমরা প্রস্তুত নই।”

Advertisements

সোমবার তথা গতকাল বোস্টন থেকে একটি টেলিভিশন চ্যানেলকে অমর্ত্য সেন বলেছেন,”জীবনযাপনের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকার করা হয়। এটা খুবই চিন্তার একটি বিষয়। মানুষ নিজের ধর্ম বদলে অন্য ধর্ম গ্রহণ করতেই পারেন। এটা সংবিধান স্বীকৃত। তাই এই আইন অসাংবিধানিক।” রাজনৈতিক মহলের মতে আগামী বছর বিধানসভা ভোটের আগে নোবেলজয়ী অর্থনীতিবিদের মন্তব্যে অস্বস্তিতে পড়েছে পদ্ম শিবির। সেই জন্য গেরুয়া শিবির ব্যক্তিগত আক্রমণের পথে নামল বলে মত পদ্ম শিবিরের।

Advertisements
Advertisement

এই মন্তব্যে বিজেপি নেতাদের আঁতে লেগেছে ঘা। তখন সরাসরি ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ শুরু করেছেন তারা বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। অমর্ত্য সেন আরও বলেছেন,”সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাওয়া উচিৎ। এই আইনকে অসাংবিধানিক ঘোষণা করার জন্য মামলা করা উচিৎ সুপ্রিম কোর্টে। ভারতের ইতিহাসে এমন কোনও দৃষ্টান্ত নেই। এমন আইন মানে সংবিধানকে অপমান করা।” অন্যদিকে অমর্ত্য সেনের কথা তুলে বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বলেছেন,”উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই কথা বলেছেন।” সৌগত রায় (Sougata Roy) পালটা জবাব দিয়েছেন এই বক্তব্য। তার বক্তব্য,”অমর্ত্য সেনের গুরুত্ব বোঝা দিলীপ ঘোষের পক্ষে সম্ভব না।”

Related Articles

Back to top button