Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থার বদল চাই, দিলীপ ঘোষের নিশানায় শাসক দল

কলকাতা: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এখন থেকে নির্বাচনের রণকৌশন সাজিয়ে ফেলছে প্রত্যেকটি দল। এমনকি ভোট প্রক্রিয়া কীভাবে হবে, সেই নিয়ম নিয়ে সরব হয়েছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

Avatar

কলকাতা: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এখন থেকে নির্বাচনের রণকৌশন সাজিয়ে ফেলছে প্রত্যেকটি দল। এমনকি ভোট প্রক্রিয়া কীভাবে হবে, সেই নিয়ম নিয়ে সরব হয়েছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথমে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করানোর পক্ষে সরব হয়েছিলেন। আর এবার এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাষ্ট্রপতি শাসন জারি করা হবে কিনা, তা নির্ভর করছে পরিস্থিতির ওপর।

বৃহস্পতিবার এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘রাষ্ট্রপতি শাসন কোনও গণতান্ত্রিক পরিবেশে কাম্য নয়। কিন্তু পরিস্থিতি কোন দিকে যায়, তার ওপরই সব ঠিক করা হবে। তবে এটা ঠিক প্রশাসনের লোকরা পুরোপুরি রাজ্যের শাসকদলের হয়ে কাজ করছে। যেটা একটা গণতান্ত্রিক সমাজে একেবারেই কাম্য নয়। এর আগে লোকসভা নির্বাচনেও আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী থাকা সত্বেও রাজ্যের প্রত্যেকটি বুথে রিগিং, হিংসা, হানাহানি হয়েছে। গোটা দেশেই তো নির্বাচন হয়, অথচ যত ঝামেলা শুধু বাংলায়। পঞ্চায়েত ভোটেও এর অন্যথা হয় না।’ এভাবেই কার্যত রাজ্য সরকারকে তোপ দেগেছেন বিজেপির রাজ্য সভাপতি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নির্বাচনী সভায় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে দিলীপের আরও সংযোজন, ‘রাষ্ট্রপতি শাসন জারি করা হবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। সেটা পরিস্থিতির ওপর নির্ভর করছে। আমরা শুধু চাই গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন হোক। কিন্তু সেটা না হলে ভোট কীভাবে হবে, তা নিয়ে এবার সত্যি সত্যি ভাবতে হবে।’ সুতরাং, সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদলকে কার্যত কোণঠাসা করে দিতে চাইছে গেরুয়া শিবির, এমনটা বলাই যায়।

About Author