রাজ্যে একদিকে মৃত্যুর মিছিল, অপরদিকে কার্নিভাল। জিয়াগঞ্জের ঘটনাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিস্ফোরক আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।তিনি বলেন, ‘গত কয়েকদিনে এ রাজ্যে আমাদের দলের চার জন খুন হয়েছেন। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নিহত শিক্ষক ছোটবেলা থেকেই আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। বিজেপির সমর্থক ছিলেন তিনি।’
পুজো কার্নিভাল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘একদিকে মানুষ খুন হচ্ছে আর অন্যদিকে পুজো কার্নিভাল হচ্ছে, মস্তি হচ্ছে, আনন্দ হচ্ছে, মেলা হচ্ছে। আনন্দ হওয়া উচিত কিন্তু সেই আনন্দ দিয়ে দুঃখকে চাপা দেওয়া যাবে কি না আমার জানা নেই।’ তিনি আরও বলেন,‘ দিদিমণিকে দিয়ে পুজো উদ্বোধন করানোর জন্য পুজো কমিটিগুলোকে দশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা করে ঘুষ দেওয়া হচ্ছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসাধারণ মানুষ পুজোতেও আনন্দ করতে পারছে না। সাধারণ মানুষ ভয়ে আছে। এই রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই? এমন রাজত্ব মানুষ চায় না। প্রশাসন সামলাতে পারছেন না মুখ্যমন্ত্রী। মানুষ ভয়ে আছেন আর মুখ্যমন্ত্রী লীলা খেলা সামলাচ্ছেন। এই সরকারের এক্সপায়ারি চলে এসেছে। দিদির এক্সপায়ারি চলে এসেছে। ‘