নিউজপলিটিক্সরাজ্য

হোলিতে গেরুয়া আবির মেখে জনসংযোগে দিলীপ ঘোষ, হিরনের হয়ে করলেন প্রচার

খড়গপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি তারকা প্রার্থী হিরণ চ্যাটার্জীর হয়ে প্রচার করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

Advertisement
Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে রাজ্যজুড়ে। গত শনিবার রাজ্যের ৫ টি জেলার ৩০ টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজ্য জুড়ে বিক্ষিপ্ত কয়েকটি অশান্তির ঘটনা বাদে মোটামুটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন প্রক্রিয়া। তবে বাকি ৭ দফা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য মাটি কামড়ে পড়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল। এরইমধ্যে বিজেপির তারকা প্রার্থী হিরনের প্রচারের জন্য আজ মাঠে নামলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আজ অর্থাৎ সোমবার দলীয় সমর্থকদের নিয়ে ঢোল বাজিয়ে হোলি খেলেছেন হিরনের সাথে। গেরুয়া আবীর মুখে মুখেই হিরনের সাথে প্রচার করেছেন দিলীপ ঘোষ।

Advertisement
Advertisement

হোলির অনুষ্ঠান প্রসঙ্গে হিরন জানিয়েছে, “হোলি নানা রঙের খেলা। যখন সরকার গঠন করবো তখন সব রং মিলেমিশে যাবে। উন্নয়নের রঙের কোন ভেদাভেদ হয় না। মানুষের একটাই রং। রক্তের রং লাল। নির্বাচনের পথ দল জাতি-ধর্ম নির্বিশেষে বাংলার উন্নয়ন হবে।” এছাড়াও তিনি আজ বলেছেন, “বিজেপি বাংলায় যে সরকার গঠন করবে তা আমি ১১০ শতাংশ কনফিডেন্ট। খড়্গপুরের মানুষ বুঝে গেছে যে ভয় মুক্ত এবং সন্ত্রাস মুক্ত সমাজ তৈরি করতে বিজেপির বিকল্প আর কিছু নেই।”

Advertisement

সেই সাথে তারকা প্রার্থী হিরণ চ্যাটার্জী বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তিনি জানিয়েছেন, “আমি সৌভাগ্যবান যে গুরুদেব হিসেবে আমি দিলীপদাকে পেয়েছি। গুরু ছাড়া কোনো শিষ্য সফল হতে পারে না। আমার এটা খুবই সৌভাগ্যের যে দিলীপ ঘোষ আজ আমার হয়ে প্রচার করতে এসেছেন। দিলীপ ঘোষের আশীর্বাদ আমার কাছে থাকলে আমি নিশ্চয় সফল হব।”আজ হোলি খেলার সাথে সাথে জনসংযোগের ওপর জোর দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি দুই মেদিনীপুরে প্রচার করেন আজ। সেই সাথে হোলি খেলার পর তিনি হলদিয়া এবং তমলুকে রোড শো করবেন বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button