Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দিঘা যাওয়া এবার আরও সহজ ও সস্তা, চালু হচ্ছে নতুন ৩ জোড়া ট্রেন, জানুন কোথা থেকে ছাড়বে

বাঙালি মানের দীঘা। ঘুরতে যাওয়ার কথা মাথায় এলেই সবার আগে রাজ্যের এই সৈকত নগরীর কথা উঠে আসে। গোটা বছর ধরেই দীঘাই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। আর ছুটির দিন হলে তো…

Avatar

বাঙালি মানের দীঘা। ঘুরতে যাওয়ার কথা মাথায় এলেই সবার আগে রাজ্যের এই সৈকত নগরীর কথা উঠে আসে। গোটা বছর ধরেই দীঘাই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। আর ছুটির দিন হলে তো কোনও কথাই নেই। আরও উপচে পড়া ভিড়। পিক সিজনে গেলে সেখানে থাকার জন্য হোটেলের ঘর খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে পড়ে। সেই সঙ্গে যাতায়াতের ক্ষেত্রেও অসুবিধা দেখা দেয়।

ট্রেনে বা বাসের টিকিট কাটার জন্য উপচে পড়ে ভিড়। এই সমস্যা সামাল দেওয়া জন্য তিন জোড়া স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার দীঘা যাওয়ার জন্য পেয়ে যাবেন নতুন ট্রেন। যারা মালদায় থাকেন, তারাও এক ট্রেনে চলে আসতে পারেন দীঘা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবারে গরম খুব বেশি। স্কুলের ছুটি তাই এগিয়ে নিয়ে আসা হয়েছে। আগামী সোমবার থেকে গরমের ছুটি পড়ে যাচ্ছে। বেসরকারি স্কুলগুলোতেও ছুটি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। শীত, গ্রীষ্ম হোক বা বর্ষা, সুযোগ পেলেই মানুষ ঘুরতে যেতে পছন্দ করে। তিন জোড়া নতুন ত্রেনের মাধ্যমে এই কাজ এখন আরও সহজ হয়েছে। কোন কোন রুটে শুরু হচ্ছে দীঘা যাওয়ার নতুন রেল পরিষেবা? সাঁতরাগাছি ও মালদা থেকে দীঘা যাওয়ার সামার স্পেশাল রেল সার্ভিস চালু হচ্ছে।

Digha Beach: A Romantic Holiday Destination On The Bay of Bengal

সাঁতরাগাছি থেকে দুই জোড়া ট্রেন থাকছে। সাঁতরাগাছি-দিঘা ও দিঘা-সাঁতরাগাছি রুটে চলবে বিশেষ এই ট্রেন। শনিবার সাঁতরাগাছি থেকে দীঘা স্পেশাল ট্রেন ছাড়বে সকাল ৯.১০ মিনিটে। দিঘায় পৌঁছোবে ১২.৪৫ মিনিটে। অন্য একটি ট্রেন রয়েছে রবিবার। এই দিন ট্রেনটি সকাল ৮.১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে। দীঘা পৌঁছোবে সকাল ১১.৫৫ মিনিটে। ফিরবে দিনের দিন।

মালদার থেকে দীঘা যাওয়ার স্পেশাল ট্রেন ২০ এপ্রিল, ২০২৪ থেকে ২৯ এপ্রিল, ২০২৪ তারিখ পর্যন্ত চলবে। প্রতি শনিবার দুপুর ১.২৫ মিনিটে মালদা টাউন থেকে ট্রেন ছাড়বে। দীঘায় পৌঁছাবে পরের দিন রাত ২টোয়। ২১ তারিখে দীঘা থেকে মালদা ফিরবে ট্রেন। প্রতি রবিবার ভোর ৫টায় দীঘা থেকে ছাড়বে মালদা ফেরার স্পেশাল এই ট্রেন।

About Author