তবে বুধবার সকালে তিনি আবারও আক্রান্ত হন হৃদরোগে। বুয়েনার্স এয়ার্সে নিজের বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। কিন্তু এইবার আর শেষ রক্ষা হলো না। অনেকেই প্রথমে মনে করছিলেন এই খবর সম্পূর্ণ ভুয়া, কিন্তু বুধবার আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল টুইটারের মাধ্যমে এই খবর প্রকাশ্যে আনার পরে শোকস্তব্ধ সারা বিশ্ব।La Asociación del Fútbol Argentino, a través de su Presidente Claudio Tapia, manifiesta su más profundo dolor por el fallecimiento de nuestra leyenda, Diego Armando Maradona.
— AFA (@afa) November 25, 2020
Siempre estarás en nuestros corazones 💙 pic.twitter.com/xh6DdfCFed
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআইয়ের প্রধান সৌরভ গাঙ্গুলী থেকে শুরু করে সকলেই তার মৃত্যুতে শোকস্তব্ধ। টুইটারে তার আত্মার শান্তি কামনা করে টুইট ভরে গিয়েছে। তার মৃত্যুতে ফুটবল জগতে তৈরি হয়েছে একটি গভীর শূন্যতা।My hero no more ..my mad genius rest in peace ..I watched football for you.. pic.twitter.com/JhqFffD2vr
— Sourav Ganguly (@SGanguly99) November 25, 2020