দিদি, আমাদের একটা করে কিনে নিয়ে বিক্রি করে তা দিয়ে চাকরি দিন, এদিন নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর জনসভার সামনে এরকম ভাবে প্ল্যাকার্ড লিখে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখালেন সেখানকার চাকরিপ্রার্থীরা। একসাথে সোমবারের নন্দীগ্রামের তেখালি মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার সামনে চাকরির দাবিতে বিক্ষোভ দেখালেন শিক্ষক এবং স্বাস্থ্যকর্মীরা। মোটের উপর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নন্দীগ্রাম জনসভা বেশ সরগরম রইল এদিন।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের একেবারে শেষ দিকে জমায়েত থেকে আওয়াজ ওঠে চাকরি দেওয়ার। প্ল্যাকার্ড হাতে একজন মহিলা বলতে শুরু করেন, আমাদের বিষয় দেখুন। না হলে আমাদের আত্মহত্যা করতে হবে। জানা গিয়েছে তারা প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিকা ছিলেন। বিশেষভাবে সক্ষম দিয়ে স্কুলে পড়ানোর জন্য আলাদা করে তারা প্রশিক্ষণ নিয়েছিলেন। কিন্তু জানা গিয়েছে বিশেষভাবে সক্ষম দের স্কুলে গত ২০০৯ থেকে একজন শিক্ষক নিয়োগ হয়নি। কিন্তু, প্রত্যেক স্কুলে কমপক্ষে ২ জন করে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করতে হবে। প্রশিক্ষণ নেওয়ার পর থেকে তারা টানা বসে রয়েছেন। তাদের হাতে একদম চাকরি নেই। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী জনসভাকে নিজেদের বিক্ষোভ দেখানো জায়গা হিসেবে বেছে নিলেন এই মহিলারা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowশান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখিয়ে তারা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, ” আমরা আপনার সাথে আছি। দয়া করে আমাদের বিষয়টা দেখবেন।” এছাড়াও বেশ কয়েক জন স্বাস্থ্য কর্মী তাদের বকেয়া ভাতার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন এ দিন। অন্যদিকে আরও দুটি পোস্টারে মূল লক্ষ্য করা গিয়েছে। ওই পোস্টারে লেখা, “দিদি আপনাকে আমরা বারবার চিঠি দিয়েছি। দিদিকে বলোতে ফোন করেছি। কিন্তু ফলাফল শূন্য।” আরেকটি পোস্টারে দেখা গিয়েছে,” দিদি আমরা একটি করে কিডনি দিচ্ছি, বিক্রি করে চাকরি দিন।”