Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আধার কার্ডের সাথে এই কাজটি করিয়েছেন? তাড়াতাড়ি করুন, নাহলে চরম বিপদের মুখে পড়বেন

আঁধার কার্ড এখন একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। বর্তমান সময়ে এটি পরিচয়পত্র হিসেবেও কাজ করে। এছাড়া ব্যাংক এ অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মোবাইল সিম কেনা সব জায়গায় অধার এখন কার্যকরী।…

Avatar

আঁধার কার্ড এখন একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। বর্তমান সময়ে এটি পরিচয়পত্র হিসেবেও কাজ করে। এছাড়া ব্যাংক এ অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মোবাইল সিম কেনা সব জায়গায় অধার এখন কার্যকরী। সম্প্রতি প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। আপনি যদি আপনার বাড়ির ঠিকানা পরিবর্তন করতে চান, নামের বানান, জন্মতারিখ চেঞ্জ করতে চান তাহলে আপনার যদি আধার লিঙ্ক করা থাকে আপনি বাড়িতে বসে সহজে আপডেট করতে পারবেন।

আধারের সাথে মোবাইল নম্বর এর লিংক:

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আধারের সাথে এখন মোবাইল নাম্বার এর সংযুক্তিকরণ বাধ্যতামূলক। আপনি যদি আধারের সাথে মোবাইল নাম্বার যোগ না করেন তাহলে আপনি আধারের কোনো সুবিধাই আর পাবেন না।

আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকলে দেখে নিন কিভাবে করবেন-
আপনি কোনো আধার কেন্দ্রে গিয়ে আপডেট করতে পারেন। নাহলে অনলাইনে ফর্ম ডাউনলোড করে সহজ পদ্ধতিতে আপডেট করুন আপনার আধার কার্ডটি।

১)প্রথমে আপনি resident.uidai.in এই ওয়েবসাইটটি খুলুন।
২)এরপর আপনি আপডেট ফর্মটি ডাউনলোড করুন।
৩)ডাউনলোডের পর field for update ঠিকানার আগে ঠিক চিহ্ন দিন।
৪)এরপর ফর্মের মধ্যে মোবাইল নাম্বার দিয়ে সমস্ত ফিল্ডগুলি পূর্ণ করুন।

অনলাইনে আপনি আপডেট করলে আপনার কোনো টাকা লাগবেনা। কিন্তু আধার কেন্দ্রে গিয়ে আপডেট করলে আপনার ২৫ টাকা লাগবে।

About Author