Today Trending Newsদেশনিউজ

দেশে লাগাম ছাড়া সংক্রমন! ৩১ মে পর্যন্ত বন্ধ সমস্ত আন্তর্জাতিক উড়ান চলাচল

আগামী ৩১ মে ১১ টা ৫৯ মিনিট অব্দি আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকবে

Advertisement
Advertisement

করোনা ভাইরাসের সংক্রমণ ভারতে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। এপ্রিল মাসের শুরু থেকেই আবার পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমনের সংখ্যা। এবার সংক্রমণ এবং মৃত্যুহার বেড়েছে নতুন মিউট্যান্ট স্ট্রেনের জন্য। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে সংক্রমণ ৩ লাখ ৮০ হাজারের গণ্ডি স্পর্শ করেছে। এই অবস্থায় দেশে আন্তর্জাতিক উড়ান ওঠানামায় কেন্দ্র ৩১ মে অব্দি নিষেধাজ্ঞা জারি করেছে। দেশে আন্তর্জাতিক বিমান ওঠানামা লকডাউন এর শুরু থেকে নিষেধাজ্ঞা জারি করেছিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ। তারা বর্তমানে পরিস্থিতির কথা বিচার করে এই সময়সীমা বাড়িয়ে দিয়েছে।

Advertisement
Advertisement

আজ শুক্রবার ডিজিসিএ তরফ থেকে একটি টুইট করা হয়েছে যাতে বলা হয়েছে, “এই নিষেধাজ্ঞা আগামী ৩১ মে ১১ টা ৫৯ মিনিট অব্দি বাড়ানো হয়েছে। তবে এই নিষেধাজ্ঞার মধ্যে আন্তর্জাতিক পণ্য পরিবাহী বা কার্গো বিমান আসবে না। তবে কোনো জরুরি পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী বিশেষ উড়ানোর অনুমতি দেয়া হতে পারে। পরিস্থিতির গুরুত্ব কতটা তা বিচার করবে ডিজিসিএ।”

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, বন্দে ভারত মিশন এর মাধ্যমে বিশেষ আন্তর্জাতিক ভাবে তৈরি করে যে সমস্ত বিমান পরিষেবা চালিয়ে যাওয়া ছাড়পত্র দেয়া হয়েছিল সেগুলি এখন চলবে। যতক্ষণ না অব্দি আন্তর্জাতিক সফর বাবেলে নিযুক্ত অন্যান্য দেশ কোন আপত্তি করবে ততদিন পরিষেবা চালু থাকবে। গত বছর অর্থাৎ ২০২০ সালের ২৩ মার্চ থেকে প্রথম বন্ধ হয় আন্তর্জাতিক বিমান ওঠানামা। তারপর থেকে ১৪ মাস আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ন্ত্রিত ভাবে হচ্ছে। করোনা পরিস্থিতি যতদিন না ঠিক হবে ততদিন এই পরিষেবা স্বাভাবিক হবে না।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button