Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাঁধুনির শরীরে ভাইরাস পজেটিভ, কোয়ারেন্টাইনে সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী

কৌশিক পোল্ল্যে: করোনার ভাইরাসের থাবা বহুদিন আগেই প্রবেশ করেছে বলিপাড়ায়। যার সূত্রপাতের বীজবপন করেছিলেন প্রখ্যাত গায়িকা কনিকা কাপুর। এরপর আখচার সেলেবদের পরিবারে করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। আবারো হানা দিল…

Avatar

কৌশিক পোল্ল্যে: করোনার ভাইরাসের থাবা বহুদিন আগেই প্রবেশ করেছে বলিপাড়ায়। যার সূত্রপাতের বীজবপন করেছিলেন প্রখ্যাত গায়িকা কনিকা কাপুর। এরপর আখচার সেলেবদের পরিবারে করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। আবারো হানা দিল করোনা এক জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রীর আবাসনে। তিনি আর কেউ নন আমার, আপনার সকলের প্রিয় ও আদরের ‘গোপী বহু’ ওরফে দেবলীনা ভট্টাচার্য। আলাদা করে বলে দেওয়ার দরকার নেই যে তিনি বাঙালি। সাম্প্রতিককালের অন্যতম অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন এই বঙ্গকন্যা।

বর্তমানে ঘোর বিপত্তির শিকার অভিনেত্রী, কারন তার রাঁধুনির শরীরে পাওয়া গিয়েছে করোনার উপস্থিতি যা রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে। সংবাদমাধ্যমকে দেবলীনা বলেন, “আমার কমপ্লেক্সে এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল। তারপর এই কমপ্লেক্স রীতিমতো সিলড করে দেওয়া হয়। আমার রাঁধুনি ওই ব্যক্তির ঘরেও কাজ করতেন। রাঁধুনির শরীরে উপসর্গ দেখা যাওয়ার পর থেকেই আমি দুশ্চিন্তায় ছিলাম। তাই নিজেকে ১৪দিনের জন্য কোয়ারেন্টাইনে নিয়ে গিয়েছি।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মুম্বাইয়ে একাই থাকেন এই অভিনেত্রী। তার পরিবার রয়েছে অসমে। লকডাউনের কারনে তিনি বাড়ি ফিরে যেতে পারছেন না। বর্তমানে এই সমস্যার সমস্যার সম্মুখীন অগনিত মানুষ। বিদেশ বিভুঁইয়ে আটকে পড়ে লকডাউনে বাড়ি ফেরার পথ হয়েছে গিয়েছে বন্ধ, ফলে চরম দুর্ভোগের শিকার এনারা সকলেই, বাদ পড়েননি তারকারাও।

দেবলীনা বলিউড সিরিয়াল ইন্ডাস্ট্রির একটি পরিচিত মুখ। স্টার প্লাসের ‘সাথ নিভায়া সাথিয়া’ ধারাবাহিকের মধ্য দিয়ে তিনি তুমুল জনপ্রিয়তা লাভ করেন। মোদি পরিবারের সংস্কারি বউ হিসেবে ‘গোপী বহু’ চরিত্রটি দর্শকদের মন কেড়ে নেয়, সেইসঙ্গে বলিপাড়ায় প্রতিষ্ঠালাভ করে দেবলীনার কেরিয়ার। এছাড়াও টিভি রিয়্যালিটি শো ‘বিগ বস’ এর সাম্প্রতিক শেষ সিজনটিতে তাকে প্রতিযোগী হিসেবে অংশগ্রহন করতে দেখা গিয়েছে।

About Author