Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফুলশয্যার সাজে দেবলীনা-গৌরব, আলিঙ্গনে ভরালেন নবদম্পতি, ভাইরাল হল ছবি

গত 9 ই ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মহানায়ক উত্তম কুমারের পৌত্র ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও অভিনেত্রী দেবলীনা কুমার। বৈদিক নিয়মে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়লেন দুজনে।…

Avatar

গত 9 ই ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মহানায়ক উত্তম কুমারের পৌত্র ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও অভিনেত্রী দেবলীনা কুমার। বৈদিক নিয়মে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়লেন দুজনে। তবে দেবলীনার কন্যা সম্প্রদান হয়নি কারণ দেবলীনা মনে করেন কন্যাসন্তান কোনো দানসামগ্রী নয়। বৌভাতের দিন ফুলের সাজে সাজানো হয় দেবলীনাকে। দেবলীনার পরিবারের তরফে এই ফুলের সাজ প্রদান করা হয়। এরপর একে অপরকে মিষ্টি ও জল খাওয়ান গৌরব ও দেবলীনা। এরপর দেবলীনা ও গৌরব দুজন দুজনকে জড়িয়ে ধরে ফটো তোলেন। ফটোটি পোস্ট করে ক্যাপশন দিয়ে দেবলীনা লেখেন “মোরা দুজনা”। 8 ই ডিসেম্বর দেবলীনা ও গৌরবের সঙ্গীত অনুষ্ঠান হয়েছে ক্যালকাটা বোটিং ক্লাবে। হাল্কা সবুজ লেহেঙ্গায় দেবলীনা ও সাদা ইন্দোওয়েষ্টার্ন সাজে গৌরব কখনও বলিউডের হিন্দি গান ‘আঁখ মারে’, কখনও মহানায়কের সিনেমার গান ‘ঘুম ঘুম চাঁদ’-এ ডান্স পারফরম্যান্স করলেন। বিয়ের পরে বৌভাতের দিন লাল রঙের বেনারসি শাড়ি ও ফুলের সাজে দেবলীনাকে অনন্যা লাগছিল। দেবলীনার সঙ্গে মানানসই করে গৌরব পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি। তাঁদের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। নেটিজেনরা দেবলীনা ও গৌরবকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

2013 সালে অভিনেত্রী অনিন্দিতা বোস-এর সাথে বিয়ে হয়েছিল গৌরবের। সেই জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বিভিন্ন ব্যক্তিত্ব। কিন্তু বিয়ের তিন বছর পরে অজানা কারণে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় অনিন্দিতা ও গৌরবের। এরপর গৌরবের বোন মৌ-এর বিয়ের সময় মৌ-এর বান্ধবী দেবলীনার সঙ্গে আলাপ হয় গৌরবের। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর অবশেষে 9 ই ডিসেম্বর দেবলীনা ও গৌরবের স্বপ্ন পরিণতি পেয়েছে। অপরদিকে নিজের জীবনে এগিয়ে গেছেন অনিন্দিতাও। গৌরবের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি বিয়ে করেছিলেন উঠতি পরিচালক অভিমন্যুকে। কিন্তু একসময় সেই বিয়েও ভেঙে যায়। এই মুহূর্তে অভিনেতা সৌরভ দাসের সঙ্গে লিভ-ইন রিলেশনশিপে রয়েছেন অনিন্দিতা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আগামী 15 ই ডিসেম্বর হবে গৌরব ও দেবলীনার গ্র‍্যান্ড রিসেপশন। এরপর পারিবারিক রীতি মেনে পুরীতে জগন্নাথ দর্শনে যাবেন নবদম্পতি। এই মুহূর্তে গৌরব জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’-তে মথুরামোহনের চরিত্রে অভিনয় করছেন। কিছুদিন আগে সোনি মিউজিক ইন্ডিয়ার প্রযোজনায় ও অরিন্দম শীলের পরিচালনায় ‘গেন্দা ফুল’ মিউজিক ভিডিওয় সাবেকি বাঙালি সাজে পারফরম্যান্স করেছেন দেবলীনা। এই মিউজিক ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে। এছাড়া দেবলীনা একজন পেশাদার ডান্সার। এই কারণে সারা বছর দেশে-বিদেশে তাঁর শো থাকে। কিন্তু এই মুহূর্তে করোনা পরিস্থিতির কারণে ডান্স শো বন্ধ রয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে অরিন্দম শীল পরিচালিত ফিল্ম ‘তিরন্দাজ শবর’-এর শুটিং। এই ফিল্মে অভিনয় করতে দেখা যাবে দেবলীনাকে।

About Author