Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ডিভিলিয়ার্সের বিশাল ছয় মাঠের বাইরে, বলটি সোজা এলে লাগল একটি চলন্ত গাড়িতে, ভাইরাল ভিডিও

গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বিধ্বংসী ৭৩ রানের ইনিংস খেলেন এ বি ডিভিলিয়ার্স। এই ৭৩ রানের মধ্যে ৬টি বিশাল ৬ মারেন। তাঁর দাপুটে ব্যাটিং-এ শেষ ৫ ওভারে ৮৩ রান করে…

Avatar

গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বিধ্বংসী ৭৩ রানের ইনিংস খেলেন এ বি ডিভিলিয়ার্স। এই ৭৩ রানের মধ্যে ৬টি বিশাল ৬ মারেন। তাঁর দাপুটে ব্যাটিং-এ শেষ ৫ ওভারে ৮৩ রান করে আরসিবি। কোনও কেকেআর বোলারই ডিভিলিয়ার্সের ঝড় থেকে রক্ষা পাননি।

এই ম্যাচে  ৬টা ৬ এর মধ্যে একটা ৬ এতটাই বিশাল ছিল সেটা সোজা স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ল। বল রাস্তায় পড়ার সময় একটি গাড়িতে লেগে আরেকটি গাড়িতে লেগে ছিটকে অন্য একটি গাড়িতে গিয়ে লাগল। এবি ডিভিলিয়ার্সের এই ৬ টা কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কমলেশ নাগারকোটির ১৬ তম ওভারে এই ঘটনাটি ঘটে। এই ওভারে তিনি ২টো ৬ মারেন যার মধ্যে একটি ৬ এর এতটাই পাওয়ার ছিল গ্যালারি পেরিয়ে রাস্তায় চলে যায়। ডিভিলিয়ার্সের দুরন্ত ব্যাটিং-এর সুবাদে এই মুহূর্তে ৭ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। আগামী ১৫ অক্টোবর তাদের পরবর্তী ম্যাচ কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে। এত বড় জয়ের সুবাদে বর্তমানে আরসিবির শিবিরে খুশির মেজাজ।

About Author