BREAKING : জল্পনা বাড়িয়ে পদত্যাগ করলেন দেবেন্দ্র ফড়নবিশ

Advertisement

Advertisement

অরূপ মাহাত: মহারাষ্ট্র জুড়ে রাজনৈতিক অচলাবস্থা অব্যাহত। সরকার গড়া নিয়ে দুই জোট শরিক বিজেপি ও শিবসেনার মতবিরোধের ফলে আজ পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এদিন মুখ্যমন্ত্রী নিজের গাড়িতে করেই দক্ষিণ মুম্বাইয়ে রাজভবনে গিয়ে রাজ্যপাল ভগত সিং কোশারীর হাতে পদত্যাগপত্র তুলে দেন বলে জানা গেছে। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আমার পদত্যাগপত্র রাজ্যপালের কাছে পৌঁছে দিয়েছি। রাজ্যপাল তা গ্রহনও করেছেন।’

Advertisement

২৪ অক্টোবর বিধানসভার ফল ঘোষণার পর থেকে বিজেপি ও শিবসেনার মধ্যে সৃষ্টি হওয়া জটিলতা এখনও কাটেনি। ৫০-৫০ ফর্মুলায় মুখ্যমন্ত্রীত্বের দাবিতে শিবসেনা অনড় থাকায় এনডিএ জোটের সমস্ত আলোচনা ভেস্তে গেছে। এমনকি কাজে অমিত শাহের দৌত্যও। অন্য দলগুলিকে সাথে নিয়ে শিবসেনার অবিজেপি সরকার গড়ার চেষ্টাও ব্যর্থ হয়। ফলে নতুন করে জনতার রায় নিতে আরও একবার নির্বাচনে যেতে চেয়ে দেবেন্দ্র ফড়নবিশ পদত্যাগ করলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Advertisement

Recent Posts