দেশনিউজ

BREAKING NEWS : মহারাষ্ট্র নিয়ে ঢোক গিলতে হলো বিজেপিকে, ইস্তফা দিলেন দেবেন্দ্র ফড়নবিশ

Advertisement
Advertisement

অরূপ মাহাত: মহারাষ্ট্র নিয়ে আরও বেকায়দায় বিজেপি। পরিস্থিতি অনুকূল নয় বুঝে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানিয়ে দিলেন তিনি।

Advertisement
Advertisement

সংখ্যাগরিষ্ঠতা না থাকা স্বত্ত্বেও গত শনিবার সকালে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবিশ। উপমুখমন্ত্রী হিসেবে শপথ নেন এনসিপির অজিত পাওয়ার। এরপরই সুপ্রিমকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিজেপি বিরোধী জোট। একে একে এনসিপির বিক্ষুব্ধ বিধায়করা ফিরে আসেন শরদ পাওয়ারের সাথে।

Advertisement

আজ, সুপ্রিমকোর্টের রায়ে বেকায়দায় পড়ে বিজেপি। দল ভাঙানোর খেলায় সুবিধা করতে না পেরে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আদালতে আরও কয়েকদিন সময় চায় বিজেপি। কিন্তু সুপ্রিমকোর্ট সেই দাবি খারিজ করে জানিয়ে দেয়, আগামীকাল বিকাল ৫ টার মধ্যে করতে হবে আস্থা ভোট। সেই ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার করার নির্দেশও দেন তিন সদস্যের বিশেষ বেঞ্চ।

Advertisement
Advertisement

এরপরই অবস্থা বেগতিক দেখে ইস্তফা দেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ফিরে আসেন এনসিপির মূল শিবিরে। শরদ পাওয়ারের সাথে দেখা করে ক্ষমা চেয়ে নেন। এমতাবস্থায় দিশেহারা বিজেপি নেতৃত্ব সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের চেষ্টায় না গিয়ে, কার্যত ঢোক গিললেন। আস্থা ভোটে পরাজয় নিশ্চিত জেনে সাংবাদিক সম্মেলন ডেকে নিজের ইস্তফার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিমকোর্টের রায়কে মান্যতা দিয়েই তাদের এই সিদ্ধান্ত।

Advertisement

Related Articles

Back to top button