Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সিপিএমের হয়ে মিছিলে হাঁটলেন দেব, তবে কি দল বদল করলেন অভিনেতা?

চলতি মাসের শেষেই বড়পর্দায় আসতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত ছবি রাহুল মুখোপাধ্যায় পরিচালিত দেব ও রুক্মিণী মৈত্র অভিনীত 'কিশমিশ'। ২৯'শে এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি। সম্প্রতি এই ছবিরই নতুন গান…

Avatar

চলতি মাসের শেষেই বড়পর্দায় আসতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত ছবি রাহুল মুখোপাধ্যায় পরিচালিত দেব ও রুক্মিণী মৈত্র অভিনীত ‘কিশমিশ’। ২৯’শে এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি। সম্প্রতি এই ছবিরই নতুন গান ‘অবশেষে’ মুক্তি পেয়েছে। গানটি অরিজিৎ সিংয়ের কন্ঠে শোনা গিয়েছে। এই গানটি শোনার পর থেকেই প্রতিক্রিয়া আসা শুরু হয়ে গিয়েছে দর্শকদের তরফ থেকে।

সম্প্রতি হাফপাতা শার্ট ও ফরমাল প্যান্টে ৪ নং মহিম হালদার স্ট্রিটের গণেশ ভান্ডার সামলাতে দেখা গেল স্বয়ং অভিনেতা দেবকে। চেহারায় ছিল হালকা সরু গোঁফ। একেবারে সাদামাটা পোশাকে অভিনেতা। পাশাপাশি লাল ঝান্ডা নিয়ে সিপিএমের হয়ে মিছিলে নেতৃত্ব দিতেও দেখা গেল তাকে। ছাদে দাঁড়িয়ে থাকা প্রেমিকার সাথে চোখাচোখি করতেও ভোলেননি তিনি। উত্তরের অলিতে-গলিতে প্রেম সবটাই ছিল ‘অবশেষে’র মধ্যে। সম্প্রতি ‘কিশমিশ’ ছবির ‘অবশেষে’র গানের দৃশ্যেই দেখানো হয়েছে এইসবটা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মিষ্টি প্রেমের গল্প এটি। গানটির পাশাপাশি গোটা ছবিটা জুড়ে কিশমিশের মানে খুঁজতে দেখা যাবে নায়ক-নায়িকাকে। একদিকে পুরনো কলকাতার পাশাপাশি পুরনো প্রেম পার্টি-পলিটিক্স; অন্যদিকে বর্তমান কলকাতা, নতুন প্রজন্ম, তাদের ভালোবাসার ধরণ, রাগ-অভিমান সবটাই তুলে ধরা হয়েছে ‘কিশমিশ’এ। বড়পর্দায় কিশমিশের মানে খুঁজতে গিয়ে কতটা দর্শকদের নজর টানবেন দেব-রুক্মিণী! এখন সেটাই দেখার। উল্লেখ্য, ঐ একইদিনে বড়পর্দায় মুক্তি পাচ্ছে জিৎ’এর ‘রাবণ’ও। বলাই বাহুল্য, এপ্রিলের শেষেই জোড় টক্কর হতে চলেছে টলিউডের দুই সুপারস্টার দেব ও জিতের।

দেব-রুক্মিণী জুটির একটা আলাদাই ক্রেজ রয়েছে দর্শকদের মাঝে। বাস্তবে হোক কিংবা বড়পর্দায় তাদের একসাথে দেখতে পছন্দ করেন সকলেই। ‘কিশমিশ’ বহু প্রতীক্ষিত ছবি। ‘কিশমিশ’ নিয়ে উচ্ছ্বসিত ছবির কলাকুশলীরাও। প্রতীক্ষায় অগণিত সিনেমাপ্রেমী। কিশমিশে এই তারকা জুটির রসায়ন ঠিক কতটা প্রভাব ফেলে দর্শকদের উপর! সেটাই দেখার অপেক্ষায় তাদের ভক্তরা।

About Author