Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘টনিক’ তৈরির কাজ শুরু করলেন দেব, তবে কি এবার ডাক্তার হলেন টলিউডের চ্যাম্প?

কেয়া সেন : পর্দায়, অভিনয়ের স্বার্থে নিজেকে সব সময় ভাঙতে পছন্দ করেন দেব। কেরিয়ার অনেক দিনের হেলেও, শেষ পাঁচ-ছয় বছরে এমন কিছু চরিত্র উপহার দিয়েছেন দর্শকদের যা একে অপরের থেকে…

Avatar

কেয়া সেন : পর্দায়, অভিনয়ের স্বার্থে নিজেকে সব সময় ভাঙতে পছন্দ করেন দেব। কেরিয়ার অনেক দিনের হেলেও, শেষ পাঁচ-ছয় বছরে এমন কিছু চরিত্র উপহার দিয়েছেন দর্শকদের যা একে অপরের থেকে একেবারেই আলাদা। জানুয়ারি মাস থেকেই ফুটবলার হওয়ার প্রস্তুতিতে, শ্যুটিং ফ্লোরে নামতে চলেছেন অভিনেতা। তবে তার আগে ১৫ই নভেম্বর থেকে বেঙ্গল টকিজের প্রযোজনায়, শুরু করে দিলেন আপকামিং বাংলা ছবি ‘টনিক’ এর শ্যুটিং।নবাগত পরিচালক, অভিজিৎ সেন-এর পরিচালনায় নর্থ বেঙ্গলে জোরকদমে চলছে শ্যুটিং। সেট থেকে পরিচালক, প্রযোজক ও ডিওপি কে সঙ্গে নিয়ে বানিয়েছেন একটি ভিডিও, শেয়ার করেছেন নিজের ফ্যানেদের সঙ্গেও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

টনিকের অসাধারণ পোস্টার (যেখানে ফুঁটে উঠছে দুই প্রজন্মের না বলা অনেক কথা)-এর মধ্যে দিয়েই ঘোষণা করা হয়েছিল ছবির শ্যুটিং শুরুর তারিখ।

'টনিক' তৈরির কাজ শুরু করলেন দেব, তবে কি এবার ডাক্তার হলেন টলিউডের চ্যাম্প?

প্রথম দিনের শ্যুটিংয়ে দেব তো ছিলেনই, হাজির ছিলেন পরান বন্দোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়া। যদিও শ্যুটিং য়ের কোনো ছবি এখনো প্রকাশ্যে আসেনি। তাই এখন শুধুই অপেক্ষা ‘টনিক’ -এর প্রথম ঝলকের।

About Author