Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিয়ের কার্ড পোস্ট, শুভ দিনের অপেক্ষায় টলি মহল

কৌশিক পোল্ল্যে: সাঁঝবাতির সাফল্যের পর কী তবে নতুন বছরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের অতিচর্চিত যুগল দেব ও রুক্মিনী? টলিমহলে এ প্রশ্নই খাঁড়া করলেন স্বয়ং দেব। গতকাল নিজের সোশাল…

Avatar

কৌশিক পোল্ল্যে: সাঁঝবাতির সাফল্যের পর কী তবে নতুন বছরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের অতিচর্চিত যুগল দেব ও রুক্মিনী? টলিমহলে এ প্রশ্নই খাঁড়া করলেন স্বয়ং দেব।

গতকাল নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি লাল রং কার্ড পোস্ট করেন যার উপরে লেখা ‘শুভ পরিনয়’। পোস্টটির ক্যাপশনে দেব রহস্য করে লিখেছেন, “সবাই সব কিছু জেনে যাওয়ার আগে আপনাদের সকলের আশীর্বাদ চাই..”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : রানীর বেশে নয় এবার অন্যরকম ছবিতে নেট কাঁপাচ্ছেন দিতিপ্রিয়া, দেখুন সেই ছবি

এই পোস্টের মাধ্যমেই কী আনুষ্ঠানিকভাবে নিজের বিয়ের কথা ঘোষনা করলেন দেব; নাকি এই পোস্টার তার নতুন কোনো ছবির সূচনার ইশারা করছে সেটি কিন্তু স্পষ্ট নয়। দেবের বিশেষ বান্ধবী কাম গার্লফ্রেন্ড রুক্মিনীর তরফে অবশ্য এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি।

 

View this post on Instagram

 

‪Before anyone leaks….Hope ur blessings will b there ???‬

A post shared by Dev Adhikari (@imdevadhikari) on

About Author