Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার ‘নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী’ হলেন, দীপক অধিকারী! নেপথ্যে ধ্রুব বন্দোপাধ্যায়

কেয়া সেন : পাইলট, বক্সার আবার কখনও অ্যাডভেঞ্চার প্রেমী শঙ্কর। চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে ও চরিত্রের জন্য নিজেকে ভাঙতে সব সময়ই ভালোবাসেন দেব ।আর এবার তার সঙ্গে জুটি বাঁধলেন "চেনা…

Avatar

কেয়া সেন : পাইলট, বক্সার আবার কখনও অ্যাডভেঞ্চার প্রেমী শঙ্কর।

এবার 'নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী' হলেন, দীপক অধিকারী! নেপথ্যে ধ্রুব বন্দোপাধ্যায়

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে ও চরিত্রের জন্য নিজেকে ভাঙতে সব সময়ই ভালোবাসেন দেব ।আর এবার তার সঙ্গে জুটি বাঁধলেন “চেনা ইতিহাস নিয়ে অচেনা কাজ” করায় বিশ্বাসী পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। নেপথ্যে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবনী। ছবির প্রযোজনায় এসভিএফ।

এবার 'নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী' হলেন, দীপক অধিকারী! নেপথ্যে ধ্রুব বন্দোপাধ্যায়

তবে এটি হতে চলেছে টলিউডের আপকামিং স্পর্টস বায়োগ্রাফিকাল ড্রামা, এমনটা ভাববার কোনো প্রয়োজন নেই। একেবারে নতুন মোড়কে বাংলার ফুটবলের জনকের জীবনী পর্দায় নিয়ে আসছেন গুপ্তধন সিরিজের পরিচালক।

এবার প্রশ্ন কেন এই চরিত্রের জন্য দেব? পরিচালকের কথায় – “নগেন্দ্র প্রসাদের ছবি একটু খেয়াল করে দেখলেই মিলবে প্রশ্নের উত্তর। তাঁর সঙ্গে দেবের মুখের অসম্ভব মিল খুঁজে পেয়েছি,তাই দেব ছাড়া এই চরিত্রে আর কাউকেই ভাবিনি। পাশাপাশি বাংলার সঙ্গে ফুটবলের একটি আত্মিক সম্পর্ক রয়েছে,তাই রিস্ক নেওয়ার কোনো জায়গা-ই নেই”।

এবার 'নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী' হলেন, দীপক অধিকারী! নেপথ্যে ধ্রুব বন্দোপাধ্যায়

সব ঠিক থাকলে নতুন বছরেই শ্যুটিং ফ্লোরে নামবেন পরিচালক-অভিনেতা জুটি ধ্রুব ও দেব। শ্যুটিং লোকেশন মূলত কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল। শ্যুটিং যজ্ঞ সামলে নতুন বছরের গরমের ছুটিতেই বড় পর্দায় দর্শকদের সামনে ফুটে উঠবে ফুটবল মায়েস্ট্রোর এক অজানা আখ্যান।

About Author