কৌশিক পোল্ল্যে: বাঙালির প্রানের ছবিগুলির মধ্যে সত্যজিৎ রায়ের ‘গুপি গাইন বাঘা বাইন’ অন্যতম। এবার ছবির আধুনিকীকরন করে সেই ছবির সিক্যুয়েল তৈরির খবর ছড়িয়ে পড়েছে টলিপাড়া থেকে সিনেমাপ্রেমী মানুষজনের কাছে।
ছবিতে গুপি ও বাঘার চরিত্রে দেখা যাবে দেব ও রাহুলকে এখবরও রটে গিয়েছে রাতারাতি এবং শুরু হয়েছে ট্রোলিং। এরই মাঝে বোমা ফাটালেন দেব নিজেই। রটে যাওয়া গুজবকে মিথ্যে বলে দাবী করলেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : বছরের প্রথম বাংলা ছবি ‘অসুর’, আগমন হল ভরা বর্ষায়
ছবির কথা ঘোষনা হওয়ার পর সোশাল মিডিয়ায় এক ভক্ত দেবকে প্রশ্ন করেন তিনি আদৌ এই প্রজেক্টে আছেন কিনা। উত্তরে দেব স্পষ্ট জানিয়ে দেন ‘না’। দেব আরও বলেন এই ছবি নিয়ে তার সঙ্গে এখনও কোনো কথা হয়নি, এরকম কোনো ছবি হলেও সেটি তার প্রযোজনা সংস্থা নির্মান করার এখনও চিন্তাভাবনা করেননি।
দেব কী সত্যিই এরকম বড় মাপের ছবির সঙ্গে যুক্ত নন নাকি নীরবে ছবি থেকে সরে দাঁড়ালেন সেটি স্পষ্ট নয়। তবে অনেকের মতে দেব এই চরিত্র সম্পর্কে বর্তমানে কিছুটা সাসপেন্স রাখতে চাইছেন দর্শকদের জন্য তাই এরকম নেতিবাচক উত্তর দিলেন। তবে দেব এন্টারটেইনমেন্ট থেকে এই বিষয়ে এখনও কোনো অফিসিশাল প্রতিক্রিয়া আসেনি।