Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Dev-Mouni Romance: রুক্মিণীর সামনেই দেবকে জড়িয়ে ধরলেন মৌনি রায়, মুখ ভার অভিনেত্রীর

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র সিজন ৩'। এবার বাংলা রিয়্যালিটি শোয়ের এই মঞ্চেই উপস্থিত থাকতে চলেছেন মৌনি রায়। সম্প্রতি 'ব্রহ্মাস্ত্র'এ রণবীর কাপুরের অন্ধকারের রানি জুনুনের…

Avatar

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’। এবার বাংলা রিয়্যালিটি শোয়ের এই মঞ্চেই উপস্থিত থাকতে চলেছেন মৌনি রায়। সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’এ রণবীর কাপুরের অন্ধকারের রানি জুনুনের চরিত্রে বড়পর্দায় দেখা মিলেছে কোচবিহারের মেয়ে মৌনির। হিন্দি টেলিভিশন জগতের এই ‘নাগিন’কেই এবার দেখা গেল ডান্স ডান্স জুনিয়রের স্টেজে। ‘মন মানে না’ গানের তালেই রুক্মিণী মৈত্রর সামনে দেবকে জড়িয়ে ধরলেন ব্রহ্মাস্ত্রের জুনুন। মুখ ভার রুক্মিণী মৈত্রর।

বর্তমানে বাংলায় অনুষ্ঠিত সমস্ত রিয়্যালিটি শো গুলোই নিজেদের একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছে এই গোটা ইন্ডাস্ট্রিতে। সাধারণ থেকে তারকা সকলের মাঝেই আলোচনা হয় এই নিয়ে। তবে এবার ডান্স ডান্স জুনিয়রে মৌনির আবির্ভাব যে বেশ সাড়া ফেলেছে এই শোয়ের দর্শকদের মাঝে, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। সম্ভবত চলতি সপ্তাহেই পর্দায় দেখা মিলবে মৌনি রায়ের। আর সেখানেই বলিউড থেকে টলিউডের গানে কোমর দোলাতে দেখা গেল এই বলি ডিভাকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সাম্প্রতিক ভাইরাল হওয়া প্রোমোতে দেব-কোয়েল অভিনীত হিট ছবি ‘মন মানে না’র টাইটেল ট্রাকে এই রিয়্যালিটি শোয়ের মঞ্চেই দুর্দান্ত পারফর্ম্যান্স দিলেন দেব ও মৌনি। একেবারে পারফেক্ট স্টেপে দেখা গেল এই বলি অভিনেত্রীকে। আর নাচের তালেই যে অভিনেত্রী পিছন থেকে এসে দেবকে জড়িয়ে ধরেছিলেন, তা অবশ্য প্রোমো দেখেই স্পষ্ট হয়েছে সকলের কাছে। তবে স্টেজে নিজের প্রেমিককে অন্য কারোর সাথে দেখে কিছুটা হলেও নাক লাল হয়েছিল রুক্মিণী মৈত্রর। তবে একথা যে মজার ছলেই মিডিয়াতে রটেছে, তা অবশ্য বলার অপেক্ষা রাখছে না।

উল্লেখ্য ‘ডান্স ডান্স জুনিয়র’এর এই সিজনে বিচারকের আসনে দেব, রুক্মিণীর পাশাপাশি রয়েছেন মনামী ঘোষও। মনামী একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি, একজন ভালো নৃত্যশিল্পীও, তা অবশ্য আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। এছাড়াও গুরু হিসেবে রয়েছেন দীপান্বিতা রক্ষিত, তৃণা সাহা, অভিষেক বোস। এই সিজনে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন রোহান ভট্টাচার্য। খুব অল্পদিনের মধ্যেই এই রিয়্যালিটি শো মানুষের মনে জায়গা করে নিয়েছে। আপাতত সমস্ত প্রতিভাবান প্রতিযোগীদের নিয়েই এগিয়ে চলেছে ‘ডান্স ডান্স জুনিয়র’। শেষপর্যন্ত সেরার শিরোপা কার মাথায় ওঠে! তা জানতে গেলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় শনি ও রবি ঠিক রাত ৯.৩০’টায়।

About Author