সাম্প্রতিক ভাইরাল হওয়া প্রোমোতে দেব-কোয়েল অভিনীত হিট ছবি ‘মন মানে না’র টাইটেল ট্রাকে এই রিয়্যালিটি শোয়ের মঞ্চেই দুর্দান্ত পারফর্ম্যান্স দিলেন দেব ও মৌনি। একেবারে পারফেক্ট স্টেপে দেখা গেল এই বলি অভিনেত্রীকে। আর নাচের তালেই যে অভিনেত্রী পিছন থেকে এসে দেবকে জড়িয়ে ধরেছিলেন, তা অবশ্য প্রোমো দেখেই স্পষ্ট হয়েছে সকলের কাছে। তবে স্টেজে নিজের প্রেমিককে অন্য কারোর সাথে দেখে কিছুটা হলেও নাক লাল হয়েছিল রুক্মিণী মৈত্রর। তবে একথা যে মজার ছলেই মিডিয়াতে রটেছে, তা অবশ্য বলার অপেক্ষা রাখছে না।উল্লেখ্য ‘ডান্স ডান্স জুনিয়র’এর এই সিজনে বিচারকের আসনে দেব, রুক্মিণীর পাশাপাশি রয়েছেন মনামী ঘোষও। মনামী একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি, একজন ভালো নৃত্যশিল্পীও, তা অবশ্য আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। এছাড়াও গুরু হিসেবে রয়েছেন দীপান্বিতা রক্ষিত, তৃণা সাহা, অভিষেক বোস। এই সিজনে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন রোহান ভট্টাচার্য। খুব অল্পদিনের মধ্যেই এই রিয়্যালিটি শো মানুষের মনে জায়গা করে নিয়েছে। আপাতত সমস্ত প্রতিভাবান প্রতিযোগীদের নিয়েই এগিয়ে চলেছে ‘ডান্স ডান্স জুনিয়র’। শেষপর্যন্ত সেরার শিরোপা কার মাথায় ওঠে! তা জানতে গেলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় শনি ও রবি ঠিক রাত ৯.৩০’টায়।
Dev-Mouni Romance: রুক্মিণীর সামনেই দেবকে জড়িয়ে ধরলেন মৌনি রায়, মুখ ভার অভিনেত্রীর
স্টার জলসার অন্যতম জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র সিজন ৩'। এবার বাংলা রিয়্যালিটি শোয়ের এই মঞ্চেই উপস্থিত থাকতে চলেছেন মৌনি রায়। সম্প্রতি 'ব্রহ্মাস্ত্র'এ রণবীর কাপুরের অন্ধকারের রানি জুনুনের…

আরও পড়ুন