Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শুটিং শুরুর আগে টিম ‘টনিক’ এর সাথে বার্থডে সেলিব্রেশন করলেন দেব

২৫শে ডিসেম্বর ছিল তাঁর জন্মদিন। যার সেলিব্রেশন শুরু হয়েছিল ২৪ শে ডিসেম্বর রাত ১২ টার পর থেকেই। নিজের অফিসে গোটা টিমের সঙ্গে কেক কাটা থেকে ছবি তোলা সবটাই করেছিলেন দেব।…

Avatar

২৫শে ডিসেম্বর ছিল তাঁর জন্মদিন। যার সেলিব্রেশন শুরু হয়েছিল ২৪ শে ডিসেম্বর রাত ১২ টার পর থেকেই। নিজের অফিসে গোটা টিমের সঙ্গে কেক কাটা থেকে ছবি তোলা সবটাই করেছিলেন দেব। ২৫শে ডিসেম্বর নিজের রেস্টুরেন্ট টলি টেলস-এ পেয়েছেন সারপ্রাইজ বার্থডে পার্টি।নাটেরগুরু ছিলেন রুক্মিণী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপর, সন্ধেবেলা হল ভিজিটে গিয়ে টিম সাঁঝবাতি-র সঙ্গে, দর্শকদের উপস্হিতিতে কেক কাটার পাশাপাশি মেখেওছেন দেব।

শুটিং শুরুর আগে টিম 'টনিক' এর সাথে বার্থডে সেলিব্রেশন করলেন দেব

তবে, বার্থডের সেলিব্রেশন শেষ হলো টিম “টনিক”-এর সঙ্গে। ২৬ শে ডিসেম্বর প্রযোজক অতনু রায় চৌধুরী ও টিম “টনিক” কেক নিয়ে হাজির হয়েছিল দেবের কাছে। সকলের উপস্থিতিতে আরও একবার কেক কাটলেন বার্থডে বয়। যে ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

About Author