Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রভু জগন্নাথদেবের ভোগে আজ কি কি বিশেষ পদ থাকছে? জানুন

আজ রথযাত্রা। প্রভু জগন্নাথ দেবের এই উৎসবে পুরীতে আজ মহা উৎসব। শুধু পুরীতে নয়, এ রাজ্যেও বহু জায়গাতে রথযাত্রা মহা ধুমধামের সাথে পালিত হয়। কিন্তু এবার সব বদলে গেছে। করোনার…

Avatar

আজ রথযাত্রা। প্রভু জগন্নাথ দেবের এই উৎসবে পুরীতে আজ মহা উৎসব। শুধু পুরীতে নয়, এ রাজ্যেও বহু জায়গাতে রথযাত্রা মহা ধুমধামের সাথে পালিত হয়। কিন্তু এবার সব বদলে গেছে। করোনার জন্য সবই বন্ধ। পুরীতে রথযাত্রা বন্ধ হবার ঘোষণা হলেও শেষপর্যন্ত কেন্দ্রের অনুরোধে ছাড় দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু বিশেষ শর্তসাপেক্ষে। সে যাই হোক, এত বছরের নিয়মের বদল হয়নি বলে খুশি হয়েছে ভক্তরা। তা আজ জগন্নাথদেবের এই উৎসবে প্রভুকে কি কি ভোগ দেওয়া হবে? ভোগ তো প্রতিদিনই খান প্রভু। তবে আজ তো বিশেষ দিন। তাই আজকের জন্য ভোগের মেনুতে বিশেষ কিছু পদের যোগ করা হয়েছে।

খিচুড়ি, ৩ ভাজা ও পিঠে খেয়ে রথে চড়বেন জগন্নাথদেব। মাসি বাড়ি যাবেন বলে আজকে খুব সকালেই উঠে পড়েছেন জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা। সকালে উঠে স্নান সেরে নতুন পোশাক পরে সুন্দর করে সেজে নিয়েছেন। সকাল ৭ টা নাগাদ ভোগ খাওয়ার কথা। সুগন্ধি চাল ও ডালের খিচুড়ি, তাঁর সাথে বেগুন ভাজা মাস্ট, সঙ্গে পটল ভাজা,আর খোসলা শাক ভাজা। বাংলায় যেটা লাল নোটে শাক, ওড়িশাতে সেটাই খোসলা শাক। শেষে কলাই ডালের পিঠে লাগবেই প্রভুর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশের পর খুশি সবাই। তবে এবার পুরীতে ভক্তদের ভিড় থাকবে না। কেবল ১৫০০ জন সেবায়েত রথ টানবেন। করোনার জন্য বিশেষ সাবধানতা অবলম্বন করা হবে। গতকাল রাত থেকেই পুরীতে কারফিউ জারি করা হয়েছে। সমস্ত প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বাড়ি বা হোটেলের ছাদ থেকেও ভক্তরা রথযাত্রা দেখতে পারবেন না। তবে এই সমস্ত কিছুই ভক্তরা দেখতে পাবেন টিভির মাধ্যমে। টিভিতে দেখা গেলেও খুশি ওড়িশাবাসী।

About Author