ক্রমেই শক্তিশালী হয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। বর্তমানে প্রতি ঘন্টায় ১৪ কিলোমিটার বেগে স্থলভাগের দিকে আসছে। বর্তমানে এই ঘূর্ণিঝড় ওড়িশার পারাদ্বীপ থেকে ৫৭০ কিলোমিটার দূরে এবং পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৭২০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ দুপুরে এই ঝড়ের গতিবেগ ঘন্টায় ২০০ কিলোমিটারের বেশি হতে পারে। সর্বোচ্চ গতিবেগ ২৫০-২৭৫ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ঘূর্ণিঝড় আমফান পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কত কিলোমিটার বেগে বইতে পারে, দেখে নিন –
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now১৯ তারিখ সকালের পর থেকে দুপুর পর্যন্ত ৫৫-৭৫ কিলোমিটার বেগে ঝড় বইবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়।
২০ তারিখ সকালে পশ্চিমবঙ্গের একাধিক জেলা অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ৭৫-৯৫ কিলোমিটার হবে। আর দুপুরের পর থেকে রাত পর্যন্ত ঝড়ের গতিবেগ বেড়ে ১৫৫-১৮৫ কিলোমিটার হবে।
পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ৫০-৬০ কিলোমিটার হতে পারে। এর সাথেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে।
ঘূর্ণিঝড়ের অবস্থান ও গতিবেগ দেখে মৌসম ভবন আপডেট দিচ্ছে। কোন জেলায় কত কিলোমিটার বেগে আসবে এটা একটা অনুমান। যে কোনো সময় এই পরিসংখ্যান পরিবর্তিত হতে পারে। তবে যখন যা পরিবর্তন ঘটবে সেটাও আবহাওয়া দফতর থেকে জানিয়ে দেওয়া হবে।