সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘সীমা ভাইব’ থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। ঝলকে সীমা নামের এক মাঝবয়সী মহিলাকে নাচতে দেখা গিয়েছে। এদিন ‘কান্থালা কান্নালা’র তালেই শাড়ি লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন তিনি। ডিপ নেক লাইন কাটিং ব্লাউজে শাড়ির আঁচল উড়িয়েছিলেন তিনি। খোলা চুলে, গ্লসি মেকাপে নজর কেড়েছেন নেটজনতার একাংশের। তিনি যে এই ধরনের ভিডিও বানাতে যথেষ্ট সাবলীল, তা তাকে দেখলেই স্পষ্ট হয়। আপাতত নিজের এই সাম্প্রতিক ঝলকের সূত্র ধরেই চর্চায় তিনি।View this post on Instagram
শাড়ির আঁচল সরিয়ে এমন নেচে হৃদয় উড়িয়ে দিল ভাবী, দেশি চেহারা মন মুগ্ধ করেছে
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান…

আরও পড়ুন