এ যেন গোটা দেশবাসীর ধৈর্য্যের পরীক্ষা। নির্ভয়াকান্ডে দোষীদের ফাঁসি নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছে। সাজা হওয়ার ঠিক একদিন আগেই স্থগিত হয়ে যায় ফাঁসি। তবে এখানেই শেষ নয় ফাঁসির দাবীতে আবারও হাইকোর্টের দ্বারস্থ হল তিহার কর্তৃপক্ষ। সেই আবেদনের শুনানি হবে রবিবার বিকেলে। আজকের রায়ে নতুন করে ফাঁসির দিন ঘোষণা করবে দিল্লি হাইকোর্ট।
একাধিক আইনি পথের সাহায্য নিয়ে আদালতে আবেদন করে যাচ্ছিলো অপরাধীরা। এরপর শুক্রবার দিল্লীর পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশে আপাতত স্থগিত হয়ে যায় ফাঁসি। অন্যতম অপরাধী পবন গুপ্তা সুপ্রিম কোর্টে জানায় অপরাধ করার সময় সে নাবালক ছিল, তাই সাজা কম করার আবেদন জানায় সে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : এই দেশে হিন্দু ছাড়া আর কেউ থাকবে না : শাহীন বাঘ শুটার
শুধু পবন গুপ্তাই নয় এর আগেও দোষী বিনয় শর্মা প্রাণভিক্ষার আর্জি জানিয়ে আবেদন জানালে সেটি খারিজ করে দেয় রাষ্ট্রপতি। এছাড়াও অক্ষয় কুমারের আর্জিও খারিজ করা হয়।
দিল্লী কোর্টের স্থগিতাদেশের পর অপরাধীদের আইনজীবী এ পি সিং বলেন, তিনি কখনোই ফাঁসি কার্যকর হতে দেবে না। এরপরই কান্নায় ভেঙে পড়েন নির্ভয়ার মা আশাদেবী।